X

নীলফামারীতে ৫ মাসের শিশুসহ নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত

প্ল্যাটফর্ম নিউজ, ১০ মে ২০২০ রবিবার
নীলফামারীতে নতুন করে আরও ১২ জনের শরীরে করোনা পাওয়া যায়। এদের মধ্যে রয়েছে ৫ মাসের শিশু। এ নিয়ে মোট করোনা শনাক্তকৃত সংখ্যা দাঁড়াল ৪০ জনে। এপর্যন্ত সুস্থ হয়েছে ১১ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের নমুনা পরীক্ষা করে পাঁচ মাসের শিশু এবং এক চিকিৎসক সহ বারো জনের শরীরে করোনা পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন নীলফামারীর জেলা স্বাস্থ্য বিভাগ।

সনাক্তদের মধ্যে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কর্মরত একজন ১ জন নারী চিকিৎসক, সৈয়দপুর উপজেলার ইসলামী ব্যাংকের করোনা আক্রান্ত কর্মচারীর পাঁচ মাসের শিশু এবং তার মা সহ দুইজন, নীলফামারী সদরের বাড়াইপাড়ায় ছয়জন, সবুজ পাড়ার একজন, ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নে দুইজন। এদের মধ্যে একজন নারী (২০) ও একজন পুরুষ (৩২) ঢাকা ফেরত গিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
সিলভিয়া মীম

Fahmida Hoque Miti:
Related Post