X

নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করলো আইইডিসিআর

৯ এপ্রিল, ২০২০

সারাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমবর্ধমান। ইতিমধ্যে, শনাক্তকৃত রোগীর সংখ্যা ৩৩০ জন – যার মধ্যে আজ শনাক্তকৃত ১৩ জন সহ শুধুমাত্র নারায়ণগঞ্জেই শনাক্ত হয়েছে ৬৯ জন। বাংলাদেশ জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘন্টায় শনাক্তকৃত রোগীদের মধ্যে ঢাকার পরেই রয়েছে নারায়ণগঞ্জের অবস্থান। তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা থেকে দেশের বিভিন্ন জায়গায় ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। আজ দুপুরে মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আই এম এস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য বুলেটিনে তিনি এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, “আমরা এখন লক্ষ করছি, বিভিন্ন জেলায় এখন যে সকল শনাক্তকৃত রোগী পাওয়া যাচ্ছে তারা ওইসব ক্লাস্টারভুলত এলাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছে।” অনেকজন রোগীর সাথে কথা বলে জানা গেছে, তারা নারায়ণগঞ্জ জেলা থেকে এসেছেন। তাই নারায়ণগঞ্জ জেলাকে করোনা ভাইরাসের হটস্পট ঘোষণা করা হয়েছে। ফলাফলস্বরূপ, নারায়ণগঞ্জ জেলাকে অন্যান্য জেলা থেকে আলাদা করা হয়েছে।

সংক্রমণ রোধে ঘরে থাকার উপর জোর দিয়ে তিনি বলেন, “গত ২৬ মার্চ থেকে আমাদের যে সাধারণ ছুটি চলছে সেটা শুধু সাধারণ ছুটি হিসেবে নিলে চলবেনা। করোনা সংক্রমণ রোধে আমাদের সকলকে ঘরে থাকতে হবে।”
নিজস্ব প্রতিবেদক/ নাজমুন নাহার মীম

Publisher:
Related Post