X

করোনা কেড়ে নিল মেডিকেল এসিস্ট্যান্ট সেলিম আকন্দের প্রাণ

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

সাদা পিপিই পরা এই ছেলেটা ছিল নারায়নগঞ্জ সদরের প্রশিক্ষনার্থী মেডিকেল এসিস্ট্যান্ট। ওর নাম সেলিম আকন্দ। জীবন কেবল শুরু হয়েছিল। কি সরল, গর্বিত অভিব্যক্তি বাচ্চা ছেলেটার চোখেমুখে!

ছবিঃ সেলিম আকন্দ, মেডিকেল এসিস্ট্যান্ট, নারায়ণগঞ্জ সদর

ডিউটি ছিল নারায়নগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে। নারায়নগঞ্জের প্রবাসীদের রাখা হয়েছিল যে আইসোলেশন ইউনিটে সেখানে।

জেলা-উপজেলার সরকারি হাসপাতালে আমাদের সবচেয়ে বড় শক্তি এই মেডিকেল এসিস্ট্যানটরা। একেবারে যাকে বলে ডান হাত।

ছেলেটা মারা গেছে। আমাদের করোনা যুদ্ধের অগ্রসৈনিকদের ভেতর সে প্রথম শহীদ।

তথ্যসূত্রঃ Gulzar Hossain Ujjal

জামিল সিদ্দিকী: A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.
Related Post