X

নকল হ্যান্ডস্যানিটাইজার তৈরির দায়ে কুষ্টিয়ায় দুই কারখানার মালিকের জেল

প্ল্যাটফর্ম নিউজ
সোমবার, ২৭ শে এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

গত ২২শে এপ্রিল, ২০২০ ইং তারিখ বুধবার রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়ার জেলখানা মোড় এলাকার প্যামপাস এগ্রো অ্যান্ড লজিস্টিক লিমিটেড নামের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার ও কিছু মাস্ক জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। অতঃপর ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক উক্ত কারখানার দুই মালিককে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা
জরিমানা করা হয়েছে।

এই ঘটনায় দণ্ডপ্রাপ্তরা হলেন কুষ্টিয়া শহরের সিরাজুল ইসলাম ও নূর মোহাম্মদ খান। তারা তাদের দোষ স্বীকার করেছে বলে জানায় কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান।

উল্লেখ্য, কোন রকম অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি দেশের নামকরা একটি প্রতিষ্ঠানের উপাদান নকল করে হ্যান্ড স্যানিটাইজার বাজারজাত করে আসছিল বলেও অভিযোগ পাওয়া গিয়েছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরে কারখানাটি সিলগালা করে দেয়া হয় এবং ঐ কারখানার দুজন মালিককে জেলা কারাগারে প্রেরণ করা হয় বলে জানা গিয়েছে।

নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী

হৃদিতা রোশনী:
Related Post