X

কুমিল্লা মেডিকেল কলেজে পিসিআর ল্যাব উদ্বোধন, বুধবার থেকে পরীক্ষা শুরু

প্ল্যাটফর্ম নিউজ,
সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা ভাইরাস শনাক্তকরণে ব্যবহৃত PCR মেশিন ও সুরক্ষিত ল্যাব উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির প্রধান উপদেষ্টা ও কুমিল্লা- ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম. বাহাউদ্দিন বাহার এম.পি. এটি উদ্বোধন করেন।

এসময়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা কামাল আজাদ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান, কুমিল্লা বিএমএ ও স্বাচিপ এর সভাপতি ডা. আব্দুল বাকী আনিছ, কুমিল্লা বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, কুমিল্লা স্বাচিপ এর সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলম, জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম. বাহাউদ্দিন বাহার বলেন,

“ল্যাবরেটরির কিছু জিনিসপত্র সংগ্রহ করতে হবে। এগুলো সংগ্রহ শেষে আগামী বুধবার (২৯ এপ্রিল) থেকে কুমেকে করোনার নমুনা পরীক্ষা (Swab test) শুরু হবে। ৫০০ শয্যার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ICU বিভাগের কিছু যন্ত্রপাতি স্থাপন শেষে আগামী কয়েকদিনের মধ্যেই ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ব্যবহার করা হবে।”

 

কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা কামাল আজাদ জানান,

“এই ল্যাবরেটরিতে দুই শিফটে নমুনা পরীক্ষা করা যাবে। প্রতি শিফটে ৯০ থেকে ৯৬ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। নমুনার ফলাফল ঢাকায় প্রেরণ করা হবে। সেখান থেকে কেন্দ্রীয়ভাবে ফলাফল প্রকাশ করা হবে।”

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

অংকন বনিক:
Related Post