X

দুস্থ পরিবারের মাঝে ‘ইদ-উপহার’ বিতরন করল ‘প্ল্যাটফর্ম সিলেট জোন’

প্ল্যাটফর্ম নিউজঃ ২৩ মে, ২০২০, শনিবার

 

করোনার এই সংকটকালীন মুহূর্তে সাধারণ মানুষের জীবন যাত্রা যেখানে অনেকটাই থমকে গিয়েছে, সেখানে একদম নিম্ন আয়ের মানুষজনের অবস্থা আরও বেগতিক। আয়ের উৎস প্রায় বন্ধ হয়ে যাওয়ায় দু-বেলার আহার ঠিকমতো যোগাতে পারছেন না যারা, ইদের দিন যেন তাদের মুখে হাসি থাকে, সে চেষ্টাই করেছে প্ল্যাটফর্ম সিলেট জোনের এ্যাকটিভিস্টরা।

 

আজ শনিবার (২৩ মে) সকাল ১১ টায় সিলেটের  মির্জাজাঙ্গাল এলাকার অর্ধশতাধিক দুস্থ পরিবারের মাঝে ‘ইদ-উপহার’ বিতরন করেন তারা।

প্রতিটি ‘ইদ-উপহার’ এর প্যাকেজের মধ্যে ছিলঃ

১. সেমাই

২. চিনি

৩. চাল

৪. ডাল

৫. আলু

৬. পেঁয়াজ

৭. তেল

প্ল্যাটফর্ম সিলেট জোনের এ্যাকটিভিষ্টরা নিজেদের উদ্যোগে এই মহৎ পদক্ষেপ গ্রহণ করেন। তারা প্রত্যেকে নিজেদের সামর্থ অনুযায়ী এগিয়ে আসেন।

 

সারাদেশব্যাপী মানুষজন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কে রয়েছেন। আর নিম্ন আয়ের মানুষগুলো পড়েছেন বিপাকে। চলমান এই মহামারীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই স্বেচ্ছাসেবী মনোভাব এক অনন্য দৃষ্টান্ত। তাদের এই উদ্যোগ সমাজে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সবাইকে অনুপ্রেরণা যোগাবে।

 

নিজস্ব প্রতিবেদক/ শরিফ শাহরিয়ার।

Sarif Sahriar:
Related Post