X

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড ইউনিটের পাশাপাশি মেডিসিন একাডেমিক ইউনিট চালু

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ অক্টোবর, ২০২০, শনিবার

ডা: শাশ্বত চন্দন,
ইন্টার্ন চিকিৎসক,
ঢাকা মেডিকেল কলেজ,
সেশন: ২০১৪-১৫

সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বর্তমানে কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে প্রায় ৭০০ রোগীকে চিকিৎসা দিয়ে যাচ্ছে। যার ফলে ঢাকা মেডিকেলের এর ক্লিনিক্যাল ট্রেনিং কার্যক্রমে কিছুটা স্থবিরতা নেমে আসে। তাই সময়ের সাথে ও অন্যান্য মেডিকেলের সাথে তাল মিলিয়ে ডিরেক্টর স্যার, প্রিন্সিপাল স্যার ও মেডিসিনের প্রফেসর স্যার দের উদ্যোগে জুনিয়র ডাক্তারদের ট্রেনিং এর জন্য করা হয়েছে নতুন মেডিসিন একাডেমিক ইউনিট ।

ইন্টার্ন চিকিৎসকদের ট্রেনিং এর জন্য পুরাতন বিল্ডিং এ ১৬৫ শয্যা বিশিষ্ট একটি মেডিসিন একাডেমিক ইউনিট করা হয়েছে এবং এর সফলতার উপর নির্ভর করে পরবর্তীতে এফ.সি.পি.এস এবং রেসিডেন্সি এর শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে তাদের ট্রেনিং এর চিন্তা ভাবনা করা হচ্ছে।

■ এই ওয়ার্ড এর রোগীদের রেসিডেন্সি চিকিৎসক এর মাধ্যমে ভর্তি করা হবে-

১. শনি থেকে বৃহস্পতিবার রোগী ভর্তি করা হবে। শুক্রবার ভর্তি বন্ধ থাকবে।

২. শুধুমাত্র সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত রোগী ভর্তি নেওয়া হবে।

৩. প্রফেসর স্যারদের নিয়মিত রাউন্ড এর লক্ষ্যে এই ওয়ার্ডে শুধুমাত্র নন- কোভিড রোগীদের ভর্তি করা হবে।

■ রোগী কোন জায়গা থেকে ঢাকা মেডিকেল এ আসলে অবশ্যই দুইটা পরীক্ষা করে আসতে হবে:

১. Rt-PCR or Gene Xpert for Covid-19
২. Chest X-Ray

● রোগীর যদি যেকোন একটা যদি পরীক্ষার রেজাল্ট পজিটিভ হয়, তাহলে রোগীকে করোনা ঢামেকহা-২ ইউনিট এ ভর্তি করা হবে।

● আর পরীক্ষা দুইটির রেজাল্ট যদি নেগেটিভ হয়, তাহলে রোগীকে মেডিসিন একাডেমিক ইউনিট এ ভর্তি করা হবে।

●কোভিড আইসোলেশন ইউনিটে যেসব রোগী থাকবে, তারা নন- কোভিড হয়ে গেলে তাদেরকেও তখন মেডিসিন একাডেমিক ইউনিট এ পাঠানো হবে।

এছাড়াও সম্মানিত ডিরেক্টর স্যার এর উদ্যোগে ঢাকা মেডিকেল এ ২টি Gene Xpert Machine চালু করা হয়েছে এবং এর মাধ্যমে ৩০ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে কোভিড টেস্টের রিপোর্ট পাওয়া সম্ভব।

মেডিসিন একাডেমিক ইউনিট চালু হওয়ায় এখন থেকে RT-PCR আর Gene Xpert নেগেটিভ হলেই করোনা শুরুর আগে যেভাবে আউটডোরে রোগী ভর্তি নেওয়া হতো এখনও সেভাবে নেওয়া হবে। তবে একাডেমিক ইউনিটের বেড সংখ্যা সীমিত থাকায় সীমিত সংখ্যার বাইরে রোগী ভর্তি নেয়া হবে না।

 

 

Gowri Chanda:
Related Post