X

ডেন্টিস্ট্রিতে “WHO” এর বাংলাদেশী ফোকাল পয়েন্ট নির্বাচিত হলেন অধ্যাপক ডা. আবুল কালাম ব্যাপারী

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ ফেব্রুয়ারী, ২০২১, বুধবার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেন্টিস্ট্রি বিষয়ক বাংলাদেশী ফোকাল পয়েন্ট নির্বাচিত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ডেন্টাল) অধ্যাপক ডা. আবুল কালাম ব্যাপারী।

গত ৭ই ফেব্রুয়ারি, ২০২১ তারিখে উপ-সচিব মোঃ সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশ প্রদান করা হয়।

অধ্যাপক ডা. আবুল কালাম ব্যাপারী তাঁর সুদীর্ঘ চাকুরী জীবনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ডেন্টাল) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা ডেন্টাল কলেজের সাবেক অধ্যক্ষ সহ স্বাস্থ্য খাতের আরো বিভিন্ন জনগুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে এসেছেন।

দেশের দন্তচিকিৎসাবিদ্যা জগতের একজন প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে এ নতুন গৌরবোজ্জ্বল সাফল্য অর্জনে প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ডা. আবুল কালাম ব্যাপারীকে
আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

নিজস্ব প্রতিবেদক
আহসান হাবীব ইরফান

হৃদিতা রোশনী:
Related Post