X

অক্সফোর্ড বাংলাদেশ টাইফয়েড প্রতিযোগিতা

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার

অক্সফোর্ড ইউনিভার্সিটি এর ইন্টারন্যাশনাল হেলথ্ এবং ট্রপিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট এর পোস্ট গ্রাজুয়েট ছাত্রছাত্রী, এলিস ইন টাইফয়েডল্যান্ড, প্ল্যাটফর্ম এবং সুহারি হেলথ্ এর সমন্বিত উদ্যোগে চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী এবং স্বাস্থ্য নিয়ে কাজ করছেন বা অধ্যয়নরত আছেন এমন সবার জন্য টাইফয়েড অ্যাওয়ারনেস মিক্সড মিডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় অংশ নিতে নিচের এক বা একাধিক বিষয় গুলির উপর পোস্টার বা ভিডিও তৈরি করে typhoidland@gmail.com এই ঠিকানায় আপনার নাম, পেশা ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে ইমেইল করতে হবে।

টপিক ১. ড্রাগ-রেজিস্ট্যান্ট টাইফয়েড
টপিক ২. টাইফয়েড ভ্যাক্সিনেশন
টপিক ৩. স্যানিটেশন এবং টাইফয়েড

নিয়মাবলীঃ
১। ভিডিও প্রতিযোগিতা
ভাষা – বাংলা/ইংরেজি
ভিডিও এর দৈর্ঘ্য- ৪ মিনিট বা তার কম
২। পোস্টার প্রতিযোগিতা
ভাষা- বাংলা/ইংরেজি
প্রকৃতি – ডিজিটাল অথবা হাতে আঁকা
৩। ডেডলাইন- ৫ মার্চ ২০২১, দুপুর ১ টা (বাংলাদেশ সময়)
৪। বিজয়ীর নাম ঘোষণা- ৭ মার্চ, ২০২১

আপনার মেধা ও কল্পনার মিশেলে ভিডিও বা পোস্টার তৈরি করুন। আপনার তৈরি কন্টেন্ট ই-মেইল করার পাশাপাশি ফেসবুক বা টুইটার এ #oxtyphoidland হ্যাশট্যাগ সহ শেয়ার করতে পারেন।

পুরষ্কার
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাই একটি সার্টিফিকেট পাবেন।

ভিডিও কম্পিটিশন
প্রথম পুরষ্কার- ৭০ পাউন্ড (সমপরিমাণ টাকা)
দ্বিতীয় পুরষ্কার – ৬০ পাউন্ড (সমপরিমাণ টাকা)

পোস্টার কম্পিটিশন
প্রথম পুরষ্কার- ৫০ পাউন্ড (সমপরিমাণ টাকা)
দ্বিতীয় পুরষ্কার – ৪০ পাউন্ড (সমপরিমাণ টাকা)

টাইফয়েড রোগ এবং এলিস সম্পর্কে আরও জানতে ভিজিট করুনঃ typhoidland.org

হৃদিতা রোশনী:
Related Post