X

নির্মম সড়ক দুর্ঘটনায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিনের প্রভাষকের মৃত্যু

ছবি: প্রতীকী

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ ফেব্রুয়ারী ২০২১, শুক্রবার

আজ ২৬শে ফেব্রুয়ারী, ২০২১ শুক্রবার সকাল
৭টার দিকে সিলেট শহরতলির রশিদপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেস নামক দুটি বাস এর মুখোমুখি সংঘর্ষে মৃত্যুবরণ করেছেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. আল মাহমুদ সাদ ইমরান খান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উক্ত সড়ক দুর্ঘটনায় ডা. ইমরান সহ নিহত হয়েছেন আরো ১০ জন এবং ৫১ জন যাত্রী আহত হয়েছেন।

পুলিশ জানায়, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে লন্ডন এক্সপ্রেস নামে আরেকটি বাস উক্ত সময়ে ঢাকা থেকে সিলেট আসছিল। অতঃপর সিলেট শহরতলির রশিদপুরে একটি পেট্রোলপাম্পের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, ডা. আল মাহমুদ সাদ ইমরান খান সিলেট
ওসমানী মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আমজাদ হোসেনের পুত্র। দুঃসংবাদ পেয়ে দুর্ঘটনাস্থলে পুত্রের কাছে ছুটে যান তিনি‌। ডা. আল মাহমুদ সাদ ইমরান রাগীব রাবেয়া মেডিকেল কলেজের জেএমসি১২ ব্যাচের প্রাক্তন ছাত্র ছিলেন। উক্ত ঘটনায় ডা. ইমরানের সহধর্মিনীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় একটি সূত্র জানায়, দুর্ঘটনায় দুই বাসেরই চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নির্মম সড়ক দুর্ঘটনায় ডা. আল মাহমুদ সাদ ইমরান খানের এমন আকস্মিক মৃত্যুতে প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

হৃদিতা রোশনী:
Related Post