X

জঙ্গিবাদ রুখে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে বিএসএমএমইউতে নববর্ষ ১৪২৪ উদযাপিত

জঙ্গিবাদ রুখে দেয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘শুভ নববর্ষ ১৪২৪’ উদযাপিত হয়েছে।

বাঙালির সবচাইতে বড় সার্বজনীন উৎসব, আসাম্প্রদায়িক চেতনায় সমুজ্জ্বল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আজ শুক্রবার, পহেলা বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল ২০১৭ইং তারিখ, সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এ ও বি ব্লকের মধ্যবর্তীস্থল বটতলায় বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

জঙ্গিবাদ রুখে দিয়ে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে  বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও সকাল ৮টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. অসীম রঞ্জন বড়ুয়া, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাসুদা বেগম, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ এনায়েত করিম, সিন্ডিকেট মেম্বার ও বর্ষবরণ ১৪২৪ উদযাপন কমিটির সমন্বয়ক ডা. হারিসুল হক, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন, বিএমএ-এর সদস্য ও বিএসএমএমইউ’র পরিচালক (মানবসম্পদ) ডা. জামাল উদ্দিন খলিফা, বিএমএ-এর সদস্য ও বিএসএমএমইউ’র অধ্যাপক ডা. জহুরুল হক সাচ্চু, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, উপ-রেজিস্ট্রার ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রক্টর অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী।

বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, “বাঙালির সবচাইতে বড় উৎসব পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান। দলমত নির্বিশেষ সারাদেশে এই উৎসব উদযাপন হচ্ছে। আজকের এই দিনের অঙ্গীকার হোক জঙ্গিবাদ রুখে দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার।”

Banaful:
Related Post