X

চীনে আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

১৩ই এপ্রিল ২০২০

এখনো সারিসারি মৃতদেহের দুঃস্বপ্ন কাটিয়ে উঠতে পারেনি চীন। কোনও মতে দুঃস্বপ্ন কাটিয়ে উঠার প্রচেষ্টায় ব্যস্ত চীনে আবারও হানা দিল করোনা ভাইরাস।

গত মার্চের প্রথম সপ্তাহে ১৪৩ জন শনাক্ত হয়। তারপর থেকে আক্রান্ত সংখ্যা অনেকটা কম ছিল।

কিন্তুু গত শনিবার (১১ই এপ্রিল) খবর পাওয়া গিয়েছে চীনে নতুন করে ৯৯ জন আক্রান্ত হয়েছে যার মধ্যে ৯৭ জনই অন্যদেশ থেকে ফিরত আসার পর আক্রান্ত হয়েছে। তার আগের দিন শুক্রবারের তুলনায় এই আক্রান্ত সংখ্যা ৪৬ জন বেশি। রোববার (১২ এপ্রিল) দেখা যায় আক্রান্ত সংখ্যা বেড়ে দ্বারায় ১০৮ জন।

এদিকে আজ সোমবার (১৩ এপ্রিল) চীনের জাতীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত হিসেবে শনাক্তদের মধ্যে ৯৮ জনই বাইরের দেশ থেকে আসা। তবে করোনার লক্ষণ না থাকা সত্ত্বেও আক্রান্ত হয়েছে ৬১ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৬৩।

চীনের প্রশাসন এই ভেবে ভয় পাচ্ছে এটি করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমন নয় তো?

এখনও প্রশাসনিক কড়াকড়ি বজায় রেখেছে চীন।চীনের বিভিন্ন প্রান্তে করোনা চিকিৎসায় আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে চীনে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৮২ হাজার একশ ৬০ জন এবং মৃতের সংখ্যা তিন হাজার তিনশ ৪১ জন।

নতুনভাবে আক্রান্ত হওয়ার পরেও স্বস্তির কথা বলেছে চীন,নতুন আক্রান্তদের সকলেই বিদেশ ফিরত এবং এদের দ্বারা নতুন করে আর চীনের ভিতরে সংক্রমন ছড়ায়নি।

নিজস্ব প্রতিবেদক /সিলভিয়া মীম।

Publisher:
Related Post