X

চিকিৎসকের বেশে অলঙ্কৃত হল ব্রাজিলের ” ক্রাইস্ট দ্য রিডিমার” ভাস্কর্য

প্ল্যাটফর্ম নিউজ
মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

বিশ্বব্যাপী চলমান কোভিড-১৯ যুদ্ধের সম্মুখযোদ্ধা চিকিৎসকদের সম্মান জানাতে ব্রাজিলের রিও ডি জেনিরোতে নেয়া হয় ভিন্নধর্মী উদ্যোগ। সম্প্রতি ইস্টার সানডে তে রিও ডি জেনিরোতে অবস্থিত বিশ্ববিখ্যাত মূর্তি ক্রাইস্ট দ্য রিডিমারকে চিকিৎসকের বেশে অলঙ্করণ করে করোনা মহামারী মোকাবেলায় বিশ্বব্যাপী সেবাদানকারী সকল চিকিৎসকদের ধন্যবাদ জানায় দেশটি।
ছবি সংযুক্তি

উল্লেখ্য, ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তিটি ১৯২২ থেকে ১৯৩১ সালের মধ্যে নির্মিত হয়। মূর্তিটি ভাস্কর পল ল্যান্ডোভস্কি ডিজাইন করেছেন এবং অ্যালবার্ট কাকোটের সহযোগিতায় ইঞ্জিনিয়ার হিটার দা সিলভা কোস্টা নির্মিত। রোমানিয়ান ভাস্কর ঘেরোগে লিওনিদা মূর্তিটির মুখ তৈরি করেছিলেন। প্রায় ৩০ মিটার (৯৮ফুট ) উঁচু এই ভাস্কর্যটি ব্রাজিলের রিও ডি জেনিরো এর করকোভাডো পর্বতে অবস্থিত।

নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী

হৃদিতা রোশনী:
Related Post