X

চিকিৎসকদের জন্যে সার্জারির প্রচলিত কেইস নিয়ে অনলাইন সেশন আয়োজন প্ল্যাটফর্মের

প্ল্যাটফর্ম নিউজ, ৭ সেপ্টেম্বর ২০২০, সোমবার

গত ৬ সেপ্টেম্বর, রবিবার রাত ৮ টায় প্ল্যাটফর্ম একাডেমিক ডিভিশনের উদ্যোগে আয়োজিত হয় মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও জিপিদের জন্য ‘Acute Surgical Cases: Roadmap for Gps’ শীর্ষক একটা সেশন। ক্লাসটি নেন শ্রদ্ধেয় ডা. আবু হানিফ পাভেল।

ছবিঃ Acute Surgical Cases: Roadmap for Gps- এর পোস্টার

ডা. আবু হানিফ পাভেল রংপুর মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক। রংপুর বিভাগের তিনি একজন স্বনামধন্য সার্জন এবং মেডিকেলের শিক্ষার্থীসহ সকলের নিকট তিনি অত্যন্ত সুপরিচিত।

প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত এই সার্জিক্যাল সেশনে স্যার মূলত আলোচনা করেন সার্জারির প্রচলিত কেইসগুলো একজন জিপি হিসেবে কিভাবে ডায়াগনোসিস করা যায়, কখন অপারেশন করতে হবে, কখন ও কিভাবে রেফার করতে হবে, অপারেশনের আগে ও পরে কি করণীয় প্রভৃতি নিয়ে।

তারই পরিপ্রেক্ষিতে তিনি গুগল মিটে সার্জারির প্রচলিত কেইসগুলোর উপর ক্লাস নেন। ১ ঘন্টা ৪৫ মিনিটের এই ক্লাসে উপস্থিত ছিলো ২০০ জনের অধিক মেডিকেল শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকসহ আরো অনেকে।

ক্লাস শেষে তাদের মতামত সম্পর্কে জানতে চাইলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী বলেন,

“স্যারের ক্লাস খুব ভালো লেগেছে। সার্জারীর কিছু প্রচলিত কেস আছে, যেগুলো না শিখলেই নয়। তিনি অত্যন্ত সাবলীলভাবে সেই কেইসগুলো বুঝিয়ে দিয়েছেন ক্লাসে।”

ক্লাসে উপস্থিত একজন ইন্টার্ন চিকিৎসক বলেন,

“আমার আগে সার্জারীর কেইসগুলোর প্রতি একটি ভীতি কাজ করতো। ইন্টার্ন সময়ে ওয়ার্ডে এসে তাই অনেক কিছুই বুঝে উঠতে পারি না। আজকে তা অনেকাংশেই সহজ হয়ে গেলো। তাছাড়া জিপি-এর জন্য সার্জারির প্রচলিত কেইসগুলোর অনেক প্রয়োজনীয়। স্যারকে অনেক ধন্যবাদ, তার মূল্যবান সময়ের এতোটা অংশ আমাদের ক্লাসে দেওয়ার জন্য। আশা করি স্যার আরো ক্লাস নিবেন আমাদের।”

এছাড়া পরবর্তীতে ডা. আবু হানিফ পাভেল স্যার সার্জারির প্রচলিত কেইসগুলোর উপর আরো কিছু সেশন নিবেন বলে জানিয়েছেন প্ল্যাটফর্মকে।

“প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” বাংলাদেশের চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। চিকিৎসক সমাজের উন্নয়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে এই সংগঠন৷

Sadia Kabir:
Related Post