X

গাজীপুর জোনে প্ল্যাটফর্ম থেকে “ডেঙ্গু  সচেতনতার  প্রথম ক্যাম্পেইন “

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ডেঙ্গু একটি মারাত্মক ভয়াবহ রোগ যা ইতিমধ্যেই মহামারী আকার ধারণ করেছে সেই ডেঙ্গু রোগের প্রতিরোধ, প্রতিকার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্লাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির উদ্যোগে TMMC ইউনিটের ৮ জনের দুইটি টিম গাজীপুরের কালিয়াকৈর অঞ্চলের চারটি বিদ্যালয়ে ডেঙ্গু রোগ বিষয়ক জনসচেতনতা মূলক অনুষ্ঠানে পরিচালনা করে।

বিদ্যালয় গুলি হলো :
১.চাপাইর  বি.বি উচ্চ বিদ্যালয়, কালিয়াকৈর।
২. গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কালিয়াকৈর।
৩.কালিয়াকৈর গার্লস স্কুল।
৪.৫১নং টান সুত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষার্থীদেরকে ডেঙ্গু রোগ সম্পর্কে, এডিস মশার বংশ বিস্তার রোধে, এবং এর প্রতিরোধ ও প্রতিকার  নিয়ে জনসাধারণের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

আয়োজক ও সার্বিক সহযোগিতা কারী সংগঠন, “প্লাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” সম্পর্কে শিক্ষার্থীদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়।

উক্ত বিদ্যালয়ে সচেতনতামূলক প্রোগ্রাম শেষে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
(পুরষ্কারের ব্যাবস্থা ছিলো)

পুরো ব্যাপারগুলোতে প্ল্যাটফর্মের সবার সাহায্য  ছিল।
অনেক মেডিকেল  কলেজে ছুটি হওয়া সত্যেও গাজীপুর জেনের পুরো ইউনিট সাহায্য  করেছে।

এই অনুষ্ঠানে  বিশেষ দায়িত্ব পালন করেছেন তন্ম্য কর্মকার তনু, মোঃ আশরাফুল হক বাবন এবং ওমর ফারুক।

অনুষ্ঠান চলাকালীন সময়ে প্ল্যাটফর্ম টিমকে  কোনো ধরনের বাধার সম্মুখীন হতে  হয়নি।
প্রত্যেকটা স্কুলের শিক্ষক শিক্ষিকা খুব ই আন্তরিক ছিলেন এবং সব ধরনের ব্যাবস্থা তারা আগেই করে রেখেছিলো।

TMMC Unit  এর হয়ে যারা কাজ করেছে তাদের নাম :

Masud Rana
Mahmudul Hasan Shovon
Yasmin Farida
Tanjina Mim
Md Abdullah
Safayat Sajib
Ashik Ahmed Sagor

মূল লেখক –
মাহমুদুল হাসান শোভন।
তায়রুননেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ
২০১৭-২০১৮

platform feature writer

Sumaiya Nargis

STAMC

Session- 2016/17

Special Correspondent:
Related Post