X

কোভিড- ১৯ সংক্রমণ রোধে ডাক্তারদের মেজিস্ট্রেসি ক্ষমতা

প্ল্যাটফর্ম নিউজ: ১৫ এপ্রিল,২০২০
গত ১৯ মার্চ গণপ্রজাতন্ত্রী সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত একটি চিঠির মাধ্যমে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের ক্ষমতা অর্পন প্রসঙ্গে জানানো হয়।

বর্তমানে সারাদেশে কোভিড ১৯ রোগটির ব্যাপক সংক্রমণের ঝুঁকির ফলে উদ্ভুত পরিস্থিতিতে রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ- সহ অন্যান্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ স্বাস্থ্য অধিদপ্তরের সকল স্টেকহোল্ডারদের অংশগ্রহণে একটি কোভিড ১৯ সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে। রোগটির প্রাদুর্ভাব ও বিস্তার রোধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ প্রয়োগের জন্য মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর ক্ষমতাপ্রাপ্ত।

সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ এর ক্ষমতা অপর্ন ধারা-৩০ অনুযায়ী,
“মহাপরিচালক, প্রয়োজনে, লিখিত সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, উক্ত আদেশে বর্ণিত শর্ত সাপেক্ষে, যদি থাকে, এই আইন বা তদধীন প্রণীত বিধি দ্বারা, তাহার উপর অর্পিত কোন ক্ষমতা অধিদপ্তরের যেকোন কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবেন।”

এই আইন অনুযায়ী সম্প্রতি সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সিভিল সার্জনদের ধারাগুলো প্রয়োগের ক্ষমতা দেয়া হয়েছে।

২৪। (১) যদি কোনো ব্যক্তি সংক্রামক জীবাণুর বিস্তার ঘটান বা বিস্তার ঘটিতে সহায়তা করেন, বা জ্ঞাত থাকা সত্ত্বেও অপর কোনো ব্যক্তি সংক্রমিত ব্যক্তি বা স্থাপনার সংস্পর্শে আসিবার সময় সংক্রমণের ঝুঁকির বিষয়টি তাহার নিকট গোপন করেন তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ।

(২) যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন কোনো অপরাধ সংঘটন করেন, তাহা হইলে তিনি অনূর্ধ্ব ৬ (ছয়) মাস কারাদণ্ডে, বা অনূর্ধ্ব ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

এই আইনের যথাযথ প্রয়োগ এখন সময়ের দাবী।

তথ্যসূত্রঃ Mehedi Hasan Lemon

নিজস্ব প্রতিবেদক

Publisher:
Related Post