X

শরীয়তপুর জেলা লকডাউন

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ এপ্রিল, ২০২০
করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় শরীয়তপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দি‌কে শরীয়তপুর জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি কাজী আবু তা‌হের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘অবরুদ্ধকালীন সময়ে জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে বা অন্য কোন জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোথাও যেতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।’

পাশাপাশি, সকল ধরণের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরঞ্জাম সংগ্রহ ও পরিবহন ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে।

তিনি জানান, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কযোগে শরীয়তপুর জেলার উপর দিয়ে অন্যান্য জেলার আন্তঃযোগাযোগ এর আওতা বহির্ভূত থাকবে। জেলা ও উপজেলার যেকোনো সীমানা দিয়ে এ জেলায় যানবাহন প্রবেশ ও জেলা থেকে প্রস্থান বন্ধ থাকবে।

এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল সদর উপজেলায় নারায়ণগঞ্জ থেকে আসা একই পরিবারের ৩ জন ও জাজিরায় ঢাকা থেকে আসা ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর আগে গত ৪ এপ্রিল ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে নড়িয়া উপজেলার ৯০ বছরের এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

স্টাফ রিপোর্টার/ শরিফ শাহরিয়ার

Platform:
Related Post