X

কোভিড-১৯: চিকিৎসকদের পাশে দাঁড়ালেন Do something Foundation

প্ল্যাটফর্ম নিউজ: ১৫ এপ্রিল, ২০২০
কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় সামনের সারিতে থেকে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন চিকিৎসকগণ। কিন্তু প্রায়শই তাঁরা সম্মুখীন হচ্ছেন নানা প্রতিকূলতার। করোনা ডিউটি যে বিশেষ পোশাকে করতে হয় একে তো তা নিয়ে বাহিরে যাওয়ার সুযোগ নেই, অন্যদিকে এই সময়ে কোন দোকানপাট খোলাও নেই। আর করোনার রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালের আশেপাশে মানুষজন তো যেতেই ভয় পাচ্ছে এখন। চিকিৎসকদের এই সংকটময় মুহূর্তে পাশে এসে দাঁড়ালেন ‘Do Something Foundation’

গত ১৪ এপ্রিল, ২০২০ (রোজ মঙ্গলবার) কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের ১০০ জন চিকিৎসক এবং নার্সের জন্য উপহার সামগ্রী হিসেবে কলা এবং লেক্সাস বিস্কুট পাঠানো হয়।


ভয় কে জয় করে এই উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে সংগঠনটির স্বেচ্ছাসেবক আরেফিন তূর্য এবং তার দল ।

তথ্যসূত্র : ডা. নাজমুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

Fahmida Hoque Miti:
Related Post