X

কোভিড-১৯ পরিস্থিতিতেই ১১ কেজি ওজনের জটিল টিউমার অপারেশন

প্ল্যাটফর্ম নিউজ, ২২ জুন ২০২০, সোমবার

পুরো বিশ্ব যখন কোভিড-১৯ আতঙ্কে স্থবির, থেমে আছে সবকিছু, এই পরিস্থিতির মাঝেও হাসপাতালে নিয়মিত চলছে জটিল অপারেশন।

গত শনিবার ঢাকার ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে জটিল রেট্রোপেরিটোনিয়াল টিউমার অপারেশন করা হয়। অপসারিত টিউমারের ওজন ছিল প্রায় ১১ কেজি। সুদীর্ঘ তিন ঘন্টাব্যাপী এই অপারেশনে ৩ ব্যাগ রক্ত দেয়া প্রয়োজন হয়েছিল। অপারেশনে প্রধান সার্জন ছিলেন প্রফেসর ডা. এ এন এম জিয়াউর রহমান। এনেস্থেসিস্ট ছিলেন প্রফেসর ডা. খন্দকার এজাজ আহমেদ হিরু। অপারেশনে সহায়তায় ছিলেন ডা. আব্দুল জলিল, ডা. বাহা উদ্দিন, ডা. সাকেরা হোসেন। ওটি সিস্টার ছিলেন ২ জন ও ওটি বয় ছিলেন ২ জন। করোনা পরিস্থিতিতেও এমন বিশাল টিউমার অপারেশনের মতো জটিল অপারেশন হচ্ছে প্রতিনিয়তই।

১১ কেজি ওজনের এই টিউমার অপারেশন করা হয়

কোভিড-১৯ এর এই দুঃসময়ে চিকিৎসা দিতে গিয়ে একে একে বহু স্বাস্থ্যসেবায় নিয়জিত কর্মী আক্রান্ত হচ্ছেন, করোনায় আমাদের হারাতে হয়েছে বহু কিংবদন্তী তুল্য চিকিৎসককে। তারপরও সেবায় কোনো কমতি রাখছেন না চিকিৎসকগণ। এভাবেই স্বাস্থ্যসেবায় নিয়জিত কর্মীগণ নিয়মিত সেবা চালিয়ে যাবেন, এটাই জনগণের প্রত্যাশা।

Tahia Tasneem:
Related Post