X

কোভিড-১৯ আক্রান্ত ডা. বিলাস কুমার সাহার রাষ্ট্রের কাছে খোলা চিঠি

প্ল্যাটফর্ম নিউজ, ২ মে ২০২০, শনিবার:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে কাজ করার সময় কোভিড-১৯ আক্রান্ত হন ডা. বিলাস কুমার সাহা। গত ২৬ এপ্রিল তাঁর কোভিড-১৯ পজিটিভ হওয়ার রিপোর্ট আসে। জানা যায়, জ্বর না থাকলেও গলাব্যথা ও মাথাব্যথা থাকার কারণে গত ২৫ এপ্রিল নমুনা পাঠান তিনি। বর্তমানে আইসোলেশনে নিজ বাড়িতে অবস্থান করছেন ডা. বিলাস। কোভিড-১৯ পরীক্ষার জন্য পরিবারের বাকি সদস্যদের নমুনা পাঠানো হলেও রিপোর্ট এখনও পাওয়া যায় নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ডা. বিলাস কুমার সাহা রাষ্ট্রের উদ্দেশ্যে নিজের দু বছরের সন্তানের ব্যাপারে লিখেন, “আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত একজন মেডিকেল অফিসার। আমার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আমার পূর্বে জরুরী বিভাগের আরো ২ জন মেডিকেল অফিসার, ১ জন আনসার সদস্যের রিপোর্ট পজিটিভ এসেছে। বাকি ৭ জন মেডিকেল অফিসারের রিপোর্ট আসবে হয়তো রাতে। এখন পর্যন্ত কোন লক্ষণ নেই। আমি একজন হাঁপানি ও উচ্চ রক্তচাপের রোগী। আমার ২ বছরের সন্তান রয়েছে। রাষ্ট্রের নিকট প্রণোদনা চাই না। বেঁচে থাকলে আবার চিকিৎসা সেবা দিতে যাব। কিন্ত খারাপ কিছু হয়ে গেলে রাষ্ট্র যেন আমার সন্তানের দায়িত্ব নেয়, আমার সকল সহকর্মীদের নিকট এই আবেদন। কারণ আমি সন্তানের জন্য কিছু করে রাখতে পারিনি। চিকিৎসা সেবা দিতে যেয়ে আজ আমি আক্রান্ত। আমার পরিবার, শিশু সন্তান হয়তো আক্রান্ত হতে পারে। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন।”

তথ্যসূত্রঃ ডা. সাদ মাহমুদ জয়

নিজস্ব প্রতিবেদক

Abdullah Al Maruf:
Related Post