X

কেনিয়ায় তরুণ ডেন্টাল সার্জনদের প্রশিক্ষণের সুযোগ

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির উদ্যোগে তরুন ডেন্টাল সার্জনদের কেনিয়ায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

বাংলাদেশের ডেন্টিস্ট্রিকে বিশ্বমানের করার প্রয়াস হিসেবে এবং নবীন ডেন্টাল সার্জনদের অনুপ্রাণিত করতে অচিরেই “আচমত আলী খান রিসার্চ ফাউন্ডেশন” ও “বাংলাদেশ ডেন্টাল সোসাইটি” এর মধ্যে “Bilateral International training exchange program for the young dental surgeons” নামে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে যাচ্ছে। অতি শীঘ্রই এই উদ্যোগটি বাস্তবায়ন করা হবে বলে জানান সোসাইটির মহাসচিব ডা. হুমায়ুন কবীর বুলবুল।

এই প্রোগ্রামের আওতাধীনে যা থাকছে –
১) বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কর্তৃক নির্বাচিত দুইজন তরুন ডেন্টাল সার্জন প্রাথমিকভাবে কেনিয়ায় অবস্থিত “তায়েবা মেডিকেল সেন্টার”-এ প্রশিক্ষণের জন্য যাবেন।
২) প্রশিক্ষণের মেয়াদ ৩ মাস থেকে ৬ মাস হবে।
৩) প্রশিক্ষণের জন্য কোন টাকা লাগবে না।
৪) প্রশিক্ষণের অংশ হিসাবে Basic dentistry, Basic Oral Surgery, Apicoectomy, bone plating, Facial Cosmetic Surgery এবং Surgery of Head & Neck Tumors অর্ন্তভুক্ত থাকবে।

আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কর্তৃক নির্ধারিত ফর্‌ম-এ আবেদন করতে হবে।
নিম্নলিখিত যোগ্যতা সমূহ থাকলেই একজন আবেদনের জন্য বিবেচিত হবেন-
আবেদনের যোগ্যতাঃ
১) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী ডেন্টিস্ট হতে হবে।
২) আবেদনের সময় ইন্টার্নী সম্পন্ন (Complete) থাকতে হবে।
৩) আবেদনের সময় যা যা দিতে হবেঃ
ক. BDS Degree Certificate,
খ. Internee Certificate,
গ. Certificate of Good Standing,
ঘ. BMDC Registration,
ঙ. Bangladeshi Passport with minimum 6 (Six) months of validity.
চ. আবেদনকারীকে রিটার্ন এয়ার টিকেট, ভিসা ফি ও বিদেশে অবস্হানকালীন খাওয়া খরচ বহন করতে হবে।

সংবাদদাতা: ডা. সাবরিনা আব্বাস

Banaful:
Related Post