X

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেন্টাল বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল বিভাগ চালু

 প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ৭ জুলাই, ২০২১

গতকাল ৬ জুলাই, ২০২১, রোজ মঙ্গলবারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খোলা হলো “ডেন্টাল বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল” ডিভিশন।

কর্তৃপক্ষের নির্দেশক্রমে রেজিস্ট্রার অধ্যাপক এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং -৬২৭৬) ৩১/০৫/২১ তারিখে অনুষ্টিত ডেন্টাল অনুষদের সভার এবং ১৪/০৬/২১ তারিখে অনুষ্টিত একাডেমিক কাউন্সিলের ৬৩ তম সভার সুপারিশ ও ২৪/০৬/২১ তারিখের সিন্ডিকেটের ৮২ তম সভার অনুমোদন অনুযায়ী কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডনটিকস বিভাগের অধীনে “ডেন্টাল বেসিক এন্ড প্যারা ক্লিনিক্যাল” ডিভিশন খোলার অনুমতি লাভ করলো।

এই বিষয় অনুমোদন হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও প্রো-প্রোক্টর ডা. হেলাল উদ্দিন বলেন,

“সংশ্লিষ্ট সবাইকে অজস্র ধন্যবাদ। অবশেষে ডেন্টালের বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল ডিভিশন অনুমোদিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। কৃতজ্ঞতা ডায়নামিক উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ স্যার ও মাননীয় ডিন ডেন্টাল অনুষদ, অধ্যাপক আলী আসগর মোড়ল স্যার। আপনারা দায়িত্বে থাকলেই এগিয়ে যায় ডেন্টিস্ট্রি।”

নিজস্ব প্রতিবেদক/ মুমতাহিনা মীম ঐশী

অংকন বনিক:
Related Post