X

ডেন্টালের বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল সাইন্সের ৫টি বিষয়ে এমডি কোর্স শুরুর সিদ্ধান্ত

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

এ বছরই চালু হতে যাচ্ছে ডেন্টাল বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল সাইন্সের পাঁচটি বিষয়ে তিন বছরের এমডি কোর্স। গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির মিটিংয়ে ডেন্টাল ফ্যাকাল্টির বেসিক ৫টি বিভাগে প্রতিবছর চারজন করে এইবছর অক্টোবর সেশন হতে কোর্স চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিষয়সমূহ হলোঃ
১.ওরাল প্যাথলজি, ওরাল মেডিসিন এন্ড ওরাল মাইক্রোবায়োলজি।
২. ওরাল অ্যানাটমি।
৩. ডেন্টাল ফার্মাকোলজি।
৪. পেরিওডন্টোলজি।
৫. সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস।

আসন সংখ্যাঃ প্রতি বিষয়ে ৪ জন।

সম্ভাব্য ভর্তি পরীক্ষাঃ নভেম্বর, ২০২১।

এই কোর্স চালুর সুবিধাসমূহঃ

✫বিষয়ভিত্তিক হওয়ায় আগামী বেশ কয়েক ব্যাচ (অন্তত ১০) থেকে যারা পাশ করবে, প্রায় সবারই সরকারি-বেসরকারি কলেজ/ইনিস্টিউটগুলোতে চাকুরির সম্ভাবনা এবং দ্রুত পদোন্নতির সুযোগ।

✫অপেক্ষাকৃত দ্রুত সময়ে (তিন বছরে) মাস্টার্স ডিগ্রী সম্পন্নের সুযোগ।

✫এসব বিষয়ে পাঠদান ও পাঠগ্রহণের ফলস্বরূপ দন্তচিকিৎসকদের সার্বিক মান উন্নয়নের সুযোগ।

এত দ্রুত সময়ে এসব বিষয়ে কোর্স শুরু হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মাননীয় উপাচার্য প্রফেসর সারফুদ্দীন আহমেদ ও ডেন্টাল অনুষদের মাননীয় ডীন প্রফেসর মোহাম্মাদ আলী আসগর মোড়ল।

রাকিবুল হাসান শাওন:
Related Post