X

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কক্সবাজার জেলা শাখার দন্ত চিকিৎসায় সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন অনুযায়ী শুধুমাত্র ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী সংক্ষেপে বিডিএস (BDS) ডিগ্রীধারী ডাক্তারগণকে ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার বলা হয়। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইন অনুযায়ী শুধু বিডিএস ডিগ্রিধারীরা কেবল দাঁতের চিকিৎসা করেন। কিন্তু বাংলাদেশে প্রতি বছর লক্ষাধিক জনগণ দাঁতের ভুল চিকিৎসা বা অপচিকিৎসার শিকার হচ্ছে, অনেকেই মৃত্যুবরণ করছে! এর প্রধান কারন হল ভুয়া ডেন্টিস্ট বা ভুয়া দাঁতের ডাক্তার। দেশের আনাচে কানাচে গড়ে ওঠা এসব ভুয়া ডাক্তারদের চেম্বারে চিকিৎসা নিয়ে অনেকেই নিজের অজান্তে এইডস্, হেপাটাইটিস, ক্যান্সারের মতো মরণঘাতি রোগে আক্রান্ত হচ্ছেন।

তাই এসব বিষয়ে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে কক্সবাজার জেলা ডেন্টাল সার্জন ও শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি একটি সচেতনতামূলক প্রোগ্রাম ও ইফতার মাহফিলের আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কক্সবাজার জেলার সভাপতি ডাঃ ইফতেখার উদ্দীন কুতুবী, সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ বশীর আহমেদ, ডাঃ মিম ইকবাল, ডা হাসানুল হাসীব, দপ্তর সম্পাদক ডাঃ শুভাশীষ বড়ুয়া শুভ, ডাঃ আব্দুল্লাহ মামুন তুষার, ডাঃ সাদিয়া ফাল্গুনী, ডাঃ সাইফা ইসলাম সেঁজুতিসহ দেশের বিভিন্ন ডেন্টালে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ। ইফতার মাহফিল শেষে অনুষ্ঠানের প্রধান সমন্বয়কগণ ডেন্টিস্ট্রির বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি ভুয়া দাঁতের ডাক্তারদের ভুল চিকিৎসার বিভিন্ন প্রামাণ্য চিত্র তুলে ধরেন এবং শিক্ষার্থীদের এই বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি সাধারণ জনগণদের সচেতন করার তাগিদ দেন। সবার হাতে সচেতনতামূলক পোস্টার তুলে দেওয়া হয়। পরে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব পোস্টার লাগানো হয়।

রাকিবুল হাসান শাওন:
Related Post