X

কিশোরগঞ্জে নতুন করে ২০ জন চিকিৎসকের যোগদান

প্ল্যাটফর্ম নিউজ,
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

৩৯ তম স্পেশাল বিসিএস এর অপেক্ষমান তালিকা থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় বিশেষ বিবেচনায় জরুরি ভিত্তিতে ২০০০ জন চিকিৎসককে দেশব্যাপী নিয়োগ দেয়া হয়েছে। কিশোরগঞ্জ জেলায় ইতিমধ্যে নতুন করে ২০ জন ডাক্তার এবং ১২২ জন নার্স যোগদান করার কথা রয়েছে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন এবং কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মঞ্জুরুল হক তথ্যটি নিশ্চিত করেছন। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান,

“কিশোরগঞ্জে নতুন করে ২০জন ডাক্তার যোগদান করার কথা রয়েছে। এর মধ্যে মঙ্গলবার ও বুধবার ১৯ জন ডাক্তার যোগদান করেছেন। বৃহস্পতিবারের মধ্যে হয়তো অপর একজন ডাক্তার যোগদান করবেন।”

অপরদিকে, কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মঞ্জুরুল হক জানান,

“এ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ১৬৮ জন নার্স যোগদানের কথা রয়েছে। ইতিমধ্যে সরকার ১২২ জন নার্সের যোগদান চুড়ান্ত করেছে। তাদের মধ্যে বুধবার বিকাল পর্যন্ত ১১৯ জন নার্স যোগদান করেছেন। বৃহস্পতিবারের মধ্যে হয়তো অপর ৩ জন নার্স যোগদান করবেন।”

নতুন করে নিয়োগপ্রাপ্ত ডাক্তার ও নার্সগণ  যোগদান করায় এখানকার স্বাস্থ্য সেবার গতি আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাঁরা।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

অংকন বনিক:
Related Post