X

কর্তব্যরত চিকিৎসককে ফোনে হুমকি- থানায় অভিযোগ দায়েরের পর ক্ষমা প্রার্থনা

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ জুন ২০২০, বৃহস্পতিবার :

নওগাঁর সাপাহার উপজেলা কমপ্লেক্সে কর্মরত ডা. কাজি সাকির আহম্মেদকে মোবাইল ফোনে হুমকি দেয়া হয়। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রুহুল আমিন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে হুমকিদাতা ক্ষমা প্রার্থনা করে।

১৭ জুন বুধবার সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “ডিউটি ডাক্তার” হিসেবে ইমারজেন্সীতে কর্তব্যরত ছিলেন ডা. কাজি সাকির আহম্মেদ। সকাল ১১ টায় অজ্ঞাতনামা এক নাম্বার থেকে ইমারজেন্সী নাম্বারে কল দেয়া হয় এবং হুমকিপ্রদান করে বলা হয়,

“গত ১৫ জুন সোমবারে ইমারজেন্সীতে কে ডিউটিতে ছিলো? আমি ফোন করেছি ধরেনি কেন? ডিউটিতে কে ছিলো তাকে গিয়ে ইমারজেন্সীতেই মেরে আসবো”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রুহুল আমিন সাপাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ফোনে হুমকিদাতা ব্যক্তি সরাসরি এসে ডা. কাজি সাকির আহম্মেদ সহ সকল চিকিৎসকদের নিকট ক্ষমা প্রার্থনা করে এবং বলেন আর কখনওই এরকম কিছু হবে না।
উল্লেখ্য, হুমকিদাতা ব্যক্তি পার্শ্ববর্তী উপজেলার একজন শিক্ষক।

Firdaus Alam:
Related Post