X

করোনা শনাক্ত হবার একদিন পরেই মারা গেলেন সোমালিয়ার আইনমন্ত্রী

 

প্ল্যাটফর্ম রিপোর্ট

সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ :

সোমালিয়ার স্বায়ত্তশাসিত হিরশাবেল রাজ্যের আইন মন্ত্রী খলিফ মুমিন তোহো নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এটি দেশটির রেকর্ডকৃত দ্বিতীয় মৃত্যু।

 

 


খলিফ মুমিন তোহো ; ছবিঃ সংগৃহীত

হিরশাবেলের প্রশাসনিক রাজধানী জোহর শহরে কোভিড -১৯ এর ইতিবাচক পরীক্ষা করার পর, গতকাল রবিবার, তিনি হিরশাবেলের মোগাদিসুু হাসপাতালে মৃত্যুবরণ করেন।

হিরশাবেলের সহসভাপতি আলী গুদলাও হুসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের মতে, তিনি একজন সোমালিয়ান ব্রিটিশ ছিলেন। ফেব্রুয়ারি মাসে তিনি হর্ন অফ আফ্রিকার দেশটিতে ফিরে আসার পূর্বে যুক্তরাজ্যে ভ্রমণ করেছিলেন।
গত বুধবার, সোমালিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত প্রথম মৃত্যু নিবন্ধিত হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী ফওজিয়া আবিকার নূর  অতিরিক্ত বিবরণ না দিয়ে একটি টুইট বার্তায় বলেছেন, মৃত ব্যক্তি ৫৮ বছর বয়সী একজন বৃদ্ধ ছিলেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, দেশে বেশ কয়েকজন সরকারী কর্মকর্তা সহ এ পর্যন্ত মোট ২১ টি করোনভাইরাস কেস শনাক্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক / নাজমুন নাহার মীম

নাজমুন নাহার মীম:
Related Post