X

করোনা মোকাবেলায় পিপিই ও মেডিকেল দ্রব্যাদি সম্পর্কে সরকারি নির্দেশাবলী

৪ এপ্রিল ২০২০: মাননীয় প্রধানমন্ত্রী যেমন জানিয়েছেন ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) সকলের পরিধানের জন্য নয়, তেমনি এই ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) যেই চিকিৎসক এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আমদানি এবং সরবরাহ করছেন, তাদের ক্ষেত্রেও রয়েছে বিশেষ নির্দেশাবলী।

ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীটি (পিপিই) ব্যবহারের পূর্বেই এর গুণগত মান সম্পর্কে জেনে নিতে হবে, কেননা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীটি (পিপিই) গুণগত মানসম্পন্ন না হলে পরিধানকারী করোনাভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারেন। এক্ষেত্রে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী আমদানি এবং গুণগত মান নিশ্চিতকরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (WHO-PAHO) গাইডলাইন রয়েছে।

উপরোক্ত গাইডলাইনের আলোকে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর (পিপিই) মান নিশ্চিতকরণ লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী সরকার কর্তৃক Specification Compliance সনদ গ্রহণপূর্বক আমদানি ও সরবরাহের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/মাশতুরা জান্নাত মৃদুলা

Platform:
Related Post