X

করোনা ভাইরাস শনাক্তে নতুন যন্ত্র এলো রংপুর মেডিকেল কলেজে।

২৭ মার্চ, ২০২০
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে করোনা ভাইরাস শনাক্তে নতুন যন্ত্র পেয়েছে রংপুর মেডিকেল কলেজে। বৃহস্পতিবার রাতে তা এসে পৌঁছায়।

নতুন এই যন্ত্র পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) পদ্ধতিতে অল্প সময়ে খুব সামান্য পরিমাণে ডিএনএ নমুনা বিশ্লেষণ করেই বিজ্ঞানীরা জীবাণুর অস্তিত্ব নির্ণয়ের জন্য পর্যাপ্ত তথ্য পেয়ে যান।

শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুন্নবী লাইজু জানান, পিসিআরের মাধ্যমে করোনায় আক্রান্ত বলে সন্দেহভাজন রোগীর রক্ত, ঘাম ও কফ পরীক্ষা করা হবে। নতুন যন্ত্রটি কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপনের প্রক্রিয়া চলছে এবং আশা করছেন, আজকের মধ্যে এ যন্ত্র স্থাপনের কাজ শেষ হবে। কাল শনিবার থেকে হয়তো পরীক্ষা শুরু করা সম্ভব হবে।

মেডিকেল কলেজ সূত্রমতে, রংপুর বিভাগের আট জেলার সন্দেহভাজন রোগীদের এ যন্ত্র দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ জন্য এখানে একটি চিকিৎসক দল গঠন করা হয়েছে। সেই সঙ্গে করোনাভাইরাস পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটও এই হাসপাতালে রয়েছে।

স্টাফ রিপোর্টার/প্ল্যাটফর্ম

Fahmida Hoque Miti:
Related Post