X

এফসিপিএস পরীক্ষা পদ্ধতিতে এসেছে পরিবর্তন

২৭ মার্চ, ২০২০
বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনস সকল বিষয়ের এফসিপিএস পরীক্ষা পদ্ধতি পরিমার্জনের সিদ্ধান্ত নিয়েছে, জুলাই ২০২০ সেশন থেকে যা কার্যকর হবে।


এফসিপিএস প্রথম পত্রের (পেপার ১,২ ও ৩) পরিবর্তিত ফরম্যাট হলো:

• বহুনির্বাচনি প্রশ্ন (সত্য ও মিথ্যা ধরন অনুযায়ী) : ৫০% (২৫ টি প্রশ্ন)
• সিঙ্গেল বেস্ট আ্যান্সার টাইপ প্রশ্ন (SBAQ) : ৫০% (২৫ টি প্রশ্ন)

এছাড়া এফসিপিএস ২য় পত্র পরীক্ষায় মৌখিক পরীক্ষার বদলে থাকবে ইন্টারেক্টিভ মৌখিক পরীক্ষা। এছাড়া অন্যান্য নিয়ম কানুন পূর্বের মতোই থাকবে।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

Fahmida Hoque Miti:
Related Post