X

করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেডিকেল শিক্ষার্থীর অভিনব উদ্যোগ গ্রহন

২৮শে মার্চ শনিবার ,২০২০

করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতা থেকে মেডিকেল শীক্ষার্থীর অভিনব উদ্যোগ গ্রহন।কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বোরগাঁওবাসী এই শিক্ষার্থী নিজ উদ্যোগে গ্রামের তরুণদের সাথে নিয়ে সামাজিক সচেতনতা মুলক কার্যক্রমটি পরিচালনা করেন।
বোরগাঁও গ্রামবাসীকে সচেতন করার লক্ষ্যে বোরগাঁও বাজারের পাশে হাত ধোয়ার পানি ও সাবানের ব্যবস্থা করা হয়।
সেই সাথে গ্রামের ১৩ টা মসজিদে সাবান দেওয়া হয় এবং ওযূখানায় সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়। গ্রামের সরল ও ধর্মপরায়ণ মানুষদের মসজিদ থেকে দূরে রাখা সম্ভব নয়। তাই মসজিদেই মুসল্লিদের জীবাণুমুক্ত করার এই অভিনব পন্থা অবলম্বন করা হয়েছে।
বাজারের দোকানদার, শ্রমজীবী মানুষ বিশেষত রিকশাওয়ালা, অটোরিকশাচালক, ভ্যান চালক সহ সাধারণ মানুষজন এখানে হাত ধুতে পারবেন।
গ্রামের মানুষজন এখনো অনেক অসচেতন। করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেরকম কার্যক্রম স্থানীয় পর্যায় থেকে নেওয়া হয় নাই বিধায় তারা এখনো বিভিন্ন কুসংস্কারে আবদ্ধ আছে। তাদের মাঝে সচেতনতা ও ভাইরাস প্রতিরোধ ব্যবস্থাও অপ্রতুল।
এ বিষয়ে উদ্যোক্তা মো:আশরাফুল হক বাবন বলেন,
“যতটুকু সামর্থ্য ছিলো ততটুকু দিয়েই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”
গ্রামীণ পর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অন্যান্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।গ্রামের অন্যান্য তরুণরা যারা এ কাজে সহায়তা করেছেন সবাইকে ধন্যবাদ জানান তিনি।
তার মতে সকলে মিলে সচেতন হওয়ার মাধ্যমে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধ সম্ভব।

নিজস্ব প্রতিবেদক
ওয়াসিফ হোসেন

প্ল্যাটফর্ম স্টাফ রিপোর্টার:
Related Post