X

“করোনা ভাইরাস”আতঙ্ক থেকে মুক্তি পেল রংপুরবাসী

১০ই ফেব্রুয়ারি,সোমবার,২০২০

“করোনা ভাইরাস”আতঙ্ক থেকে মুক্তি পেল রংপুরবাসী।চীন থেকে ফেরত বাংলাদেশী শিক্ষার্থীকে করোনা ভাইরাসের প্রাথমিক কিছু লক্ষণ ধারণা করে গত শনিবারে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছিল।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে তাকে হাসপাতালে পরীক্ষার জন্য আনার খবর ছড়িয়ে পড়লে হইচই পড়ে যায়।

চিকিৎসক, নার্স, রোগী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে সবাইকে মাস্ক পড়তে দেখা যায়। হাসপাতালে ভিড় করতে থাকেন সংবাদকর্মীরা।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে করোনা ভাইরাস আছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে।

এবং সর্বশেষ প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে শিক্ষার্থীটি করোনা ভাইরাসে আক্রান্ত নয়।

একটি ১২ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।
১২ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ডের প্রধান ডা. দেবেন্দ্রনাথ জানিয়েছেন প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গিয়েছে রোগীর মধ্যে করোনা ভাইরাসের কোনরকম লক্ষণ নেই,তার শারীরিক অবস্থা স্বাভাবিক।

এছাড়াও তিনি জানিয়েছেন একটি ছয় সদস্যের মেডিকেল টিম রোগীর নমুনা সংগ্রহ করেছেন আরো কিছু পরীক্ষার জন্য।
তিনি আরো বলেছেন বিষয়টিতে আইইডিসিআর(IEDCR) রোগীর স্বাস্থ্য সম্পর্কে বলেছে যে রোগী গত শনিবারে শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তার পরিবারের তথ্যসূত্র মতে তাকে রংপুর মেডিকেলে অন্যান্য রোগীর থেকে আলাদা করে বিশেষভাবে পর্যবেক্ষণের জন্য আইসোলেশন ওয়ার্ডে রেখেছিলেন চিকিৎসকেরা।

নিজস্ব প্রতিবেদক:
মাশতুরা জান্নাত মৃদুলা

প্ল্যাটফর্ম স্টাফ রিপোর্টার:
Related Post