X

করোনা পজিটিভ বারডেমের এক চিকিৎসক- কোয়ারেন্টাইনে ১৭ চিকিৎসক ও ১২ নার্স

প্ল্যাটফর্ম নিউজ
সোমবার, ২০ এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

দেশে এখন শতাধিক চিকিৎসক করোনায় আক্রান্ত।
বাদ পড়লেন না রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালের চিকিৎসকরা।

এবার করোনা পজিটিভ হয়েছেন রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতাল(বারডেম) এর নিউরোসার্জারি বিভাগের একজন চিকিৎসক।

তথ্যসূত্রে জানা যায়, নিউরোসার্জারি বিভাগের আক্রান্ত চিকিৎসক গত ১৪ এপ্রিল ২৪ ঘণ্টার ডিউটিতে ছিলেন। ১৫ এপ্রিল তিনি অসুস্থ হয়ে যান এবং সেদিন ভাসকুলার সার্জারি বিভাগের চিকিৎসকদের কন্টাক্টেও গিয়েছিলেন তিনি। রোববার বিকেলে তার রিপোর্ট পাওয়া গিয়েছে। সেখানে তাঁর করোনা পজিটিভ এসেছে।

এ ঘটনার পরেই রোববার (১৯ এপ্রিল) রাতে অর্গান ট্রান্সপ্ল্যান্ট ইউনিট সাময়িক লকডাউন ঘোষণা করা হয়। ফলে হাসপাতালের ভাস্কুলার ও নিউরোসার্জারি বিভাগ ১৪ দিনের জন্য বন্ধ করা হলো।

এছাড়াও এ ঘটনার পর ভাস্কুলার সার্জারি, নিউরোসার্জারি ও অ্যানেস্থেসিয়ার ১৭ জন চিকিৎসক এবং ১২ জন নার্স কোয়ারেন্টিনে গিয়েছেন।

আক্রান্ত চিকিৎসক নিউরোসার্জারি বিভাগের হলেও ভাস্কুলার বিভাগ ও নিউরোসার্জারি বিভাগর চিকিৎসকরা একই অপারেশন থিয়েটার, একই চেঞ্জরুম ব্যবহার করেন।
আজ আরও চিকিৎসকদের পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পাওয়ার অপেক্ষায় রয়েছেন চিকিৎসকরা।

স্টাফ রিপোর্টার
শরিফ শাহরিয়ার

হৃদিতা রোশনী:
Related Post