X

“মুগদা মেডিকেলে নকল মাস্ক – ৩দিনের মধ্যে তদন্ত প্রতিবেদনের নির্দেশ”

তারিখ : ২০ এপ্রিল, ২০২০

করোনা মোকাবিলায় ব্যবহৃত হাতিয়ার গুলোর মধ্যে মাস্ক হল অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার চিকিৎসকদের জন্য, কিন্তু সেই মাস্ক সরবরাহের নামেও চলছে ব্যবসা।

সম্প্রতি মুগদা জেনারেল হাসপাতালসহ কয়েকটি সরকারি হাসপাতালে N-95 ব্র্যান্ডের মোড়কে সাধারণ ও নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগ উঠেছে।
এই পরিস্থিতিতে এসকল নকল N-95 মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের জন্য চিঠি প্রেরণ করা হয়।চিঠিটি স্বাক্ষর করেন উপসচিব মোঃ আবু রায়হান মিঞা।এক্ষেত্রে প্রেরিত নির্দেশমতে গঠিত তদন্ত কমিটি মুগদা মেডিকেলে নকল মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠানটিকে সিএমএসডি ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিলে প্রতিষ্ঠানটি একটি ব্যাখ্যা প্রদান করে।
বিষয়টি যথাযথ অবস্থা অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নিম্নোক্ত কর্মকর্তাগণের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির সদস্যবৃন্দ হলেন :

১) জনাব মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত সচিব (উন্নয়ন), স্বাস্থ্য সেবা বিভাগ।
২) ডা. মোঃ আমিনুর রহমান উপ-পরিচালক, হাসপাতাল-১ শাখা স্বাস্থ্য
অধিদপ্তর, মহাখালী,ঢাকা।
৩) জনাব হাসান মাহমুদ, উপসচিব (ক্রয় ও সংগ্রহ), স্বাস্থ্য সেবা বিভাগ।

উক্ত নির্দেশ মতাবেক,

কার্যপরিধি :
১) কমিটি বর্ণিত অভিযোগের আলোকে মাস্কের চাহিদা, স্পেসিফিকেশন, সংগৃহীত পরিমাণ, সরবরাহকৃত নিম্নমানের মাস্কের পরিমাণ, সিএমএসডি-তে মজুদ মাস্ক (যদি থাকে) ইত্যাদি বিষয়ে প্রকৃত তথ্য উদঘাটনপূর্বক সুস্পষ্ট মতামত দিবেন;
২) কোনো অনিয়ম হয়ে থাকলে দায়-দায়িত্ব নির্ধারণ করবেন;
৩) আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।

অনুলিপি :
১) মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী ঢাকা।
২) পরিচালক, সিএমএসডি, তেজগাঁও, ঢাকা (এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার অনুরোধসহ)।
৩) মাননীয় মন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
৪) সচিব মহোদয়ের একান্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
৫) অতিরিক্ত সচিব (হাসপাতাল) মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা, স্বাস্থ্য সেবা বিভাগ।

নিজস্ব প্রতিবেদক :
মাশতুরা জান্নাত মৃদুলা

প্ল্যাটফর্ম স্টাফ রিপোর্টার:
Related Post