X

করোনা টেস্টের সরকারি অনুমোদন পেল চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের পিসিআর ল্যাব

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার

করোনা টেস্টের জন্য চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সরকারিভাবে অনুমোদিত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিকাল এন্ড ইনফেকশিয়াস ডিজিজের ল্যাব সুপারভাইজার ডা. শাকিল আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানান।

চট্টগ্রামে করোনা টেস্টের পরিধি বাড়াতে অনেক প্রশিক্ষণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল। প্রথমে মা ও শিশু মেডিকেল কলেজের প্রযুক্তিবিদদের নমুনা সংগ্রহের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। সেই সাথে সেখানে পিসিআর ল্যাব স্থাপনে সহযোগিতা করা হয়। ডা. শাকিল আহমেদের ভাষ্যমতে, প্রশিক্ষণপ্রাপ্ত প্রযুক্তিবিদদের ও হাসপাতালের মাইক্রোবায়োলজিস্টদের পুনরায় নিজ পরীক্ষাগারে করোনা টেস্টের উপর মাসব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তীতে তিনি নিজে একজন দক্ষ কারিগর হিসেবে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের পরীক্ষাগার পরিদর্শন করেন এবং সবকিছু মানসম্মত দেখে সরকারি অনুমোদনের জন্য আবেদন করেন। সরকার এই আবেদনে সম্মতি জানিয়ে অনুমোদন প্রদান করে।

এই অনুমোদনে করোনা টেস্টের জন্য উম্মুক্ত হল আরও একটি হাসপাতাল, যা করোনা মোকাবেলায় আরও এক ধাপ অগ্রগতির সম্ভাবনার আভাস বয়ে এনেছে।

নিজস্ব প্রতিবেদক/ নুসরাত ইমরোজ হৃদিতা

Sarif Sahriar:
Related Post