X

করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য ঢাকায় ৬৫০ শয্যা প্রস্তুত

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ এপ্রিল, ২০২০
করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য ঢাকায় ৬৫০ শয্যার তিনটি হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি প্রস্তুত রয়েছে ৫০ এরও অধিক আইসিইউ শয্যা। নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বুধবার রাতে এসব তথ্য জানান।

পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন, পুলিশের নিজস্ব হাসপাতালে শয্যা রয়েছে ২৫০ টি। পাশাপাশি মহানগর হাসপাতাল ও সিরাজুল ইসলাম হাসপাতালের মোট সাড়ে চারশ শয্যা পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য ভাড়া নেওয়া হচ্ছে। পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য ৫০ টি আইসিইউ শয্যা প্রস্তুত রয়েছে। ভাড়া নেওয়া দুই হাসপাতালের আইসিইউ শয্যাও পুলিশ সদস্যদের চিকিৎসায় ব্যবহৃত হবে।

তিনি আরো জানান, নিজস্ব পিসিআর ল্যাব বসাচ্ছে পুলিশ। এর ফলে পুলিশ সদস্যরা নিজস্ব হাসপাতালেই করোনা পরীক্ষা করাতে পারবেন।

সম্প্রতি পুলিশের বিভিন্ন ফোর্সের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেনন মাননীয় মহাপরিদর্শক। পরিদর্শন করেন রাজারবাগ পুলিশলাইন।

করোনায় আক্রান্তদের মধ্যে সংখ্যা বিবেচনায় চিকিৎসক ও নার্সদের পরই রয়েছেন পুলিশ সদস্যরা। তাদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপসমূহ তাদের মনোবলকে আরো সুদৃঢ় করবে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ পিছপা হবেনা বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ মহাপরিদর্শক।

সূত্র: ঢাকা মেট্রোপলিটন পুলিশ অফিসিয়াল ফেসবুক পেজ
নিজস্ব প্রতিবেদক /আদিয়াত আতকিয়া আবিদা চৌধুরী

Fahmida Hoque Miti:
Related Post