X

এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা বৃদ্ধি

প্ল্যাটফর্ম নিউজ, ২২ নভেম্বর, ২০২০, রবিবার

দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস কোর্সে ভর্তিতে ২৮২ আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত ১৯ নভেম্বর, ২০২০ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-০১ অধিশাখার উপসচিব বদরুন নাহার স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানানো হয়।

দেশে পূর্ব থেকে স্থাপিত ১৭টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা বাড়ানো হয়েছে। আর নতুনভাবে স্থাপিত হয়েছে ‘বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল সুনামগঞ্জ’ যেখানে মোট আসন ৫০ টি

যেসব মেডিকেলে বাড়ছে আসন সংখ্যাঃ

পূর্বের সরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা ছিলো ২৯৩০টি। নতুন এ সিদ্ধান্তের পর আসন বেড়ে এখন হয়েছে ৩২১২টি।

Sadia Kabir:
Related Post