X

এভারেষ্ট জয়ের পথে, বাংলাদেশের মেয়ে (মেডিকেল শিক্ষার্থী) মৃদুলা আমাতুন নুর।

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের ছাত্রী মৃদুলা আমাতুন নুর, ৬ মে ২০১৭, সুস্থ ভাবে এভারেস্ট এর তৃতীয় বেজ ক্যাম্পে পৌঁছেছে।


অনেক নামকরা ক্লাইম্বার আশংকা করেছিল অভিজ্ঞতা কম থাকায় এই পর্যন্ত সে যেতেই পারবেনা।

মৃদুলা অক্সিজেন ছাড়াই এভারেস্টের ক্যাম্প – ১ ও ক্যাম্প – ২ তে রাত্রে অবস্থান এবং ক্যাম্প – ৩ পর্যন্ত ‘এক্লামাটাইজ’ করে সুস্থ অবস্থায় বেসক্যাম্পে ফেরত এসেছে।

অভিজ্ঞতা কম থাকায় ধারনা করা হয়েছিল ক্যাম্প ২ এর উপরে মৃদুলা যেতে পারবে না।

সামনের পথ গুলো আরো ঝুঁকিপূর্ণ।
মৃদুলার জন্য শুভকামনা, যেন সে সামিট করে সুস্থ্য ভাবে দেশে ফিরে আসতে পারে।

ছবি – মৃদুলা’র ফেসবুক থেকে।

ওয়েব টিম:

View Comments (7)

Related Post