X

এবার লকডাউন করা হলো গাইবান্ধা সদর হাসপাতালের দুটি বিভাগ

প্ল্যাটফর্ম নিউজ,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

এবার অবরুদ্ধ (লকডাউন) করা হলো গাইবান্ধা সদর হাসপাতালের দুটি বিভাগ। হাসপাতালটির একজন ল্যাব টেকনোলজিস্টের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় গতকাল বুধবার (২৯ এপ্রিল) দুপুরে গাইবান্ধা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগ ও বহির্বিভাগ- এই দুটি বিভাগ লকডাউন করা হয়েছে।

গাইবান্ধা সদর হাসপাতাল সুত্রে জানা গেছে,

“চলতি এপ্রিল মাসের শুরু থেকে এখানে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ শুরু হয়। যাঁরা এমন উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন, তাঁদের নমুনা সংগ্রহ করা হয় প্যাথলজি বিভাগে। পরে এসব নমুনা সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে পাঠানো হয় রংপুরের PCR ল্যাবে। এই কাজে যুক্ত প্যাথলজি বিভাগের ৩ জন ল্যাব টেকনোলজিস্ট, ১ জন ল্যাব অ্যাটেন্ডেন্ট ও ১ জন MLSS।”

সম্প্রতি একজন মেডিকেল টেকনোলজিস্টের কাশি শুরু হয়। ফলে ২২ এপ্রিল নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়। মঙ্গলবার রাতে হাসপাতালে আসা নমুনা পরীক্ষার প্রতিবেদনে জানা যায়, ঐ ব্যক্তি করোনায় আক্রান্ত। তাঁকে পরবর্তীতে গাইবান্ধা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের অস্থায়ী আইসোলেশন হাসপাতালে নেওয়া হয়েছে।

গাইবান্ধা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাহফুজুর রহমান বলেন,

“প্যাথলজি বিভাগের ঐ স্বাস্থ্যকর্মীর ৪ জন সহকর্মীকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আপাতত কয়েক দিন প্যাথলজি বিভাগের সেবা বন্ধ থাকবে। ঐ ৪ জনের নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাঁদের নমুনা পরীক্ষার প্রতিবেদন ‘‌নেগেটিভ’ এলে প্যাথলজি বিভাগের সেবা পুনরায় চালু হবে।”

জানা যায়, লকডাউনকৃত প্যাথলজি বিভাগ ও বহির্বিভাগ বতর্মানে তালাবদ্ধ করে রাখা হয়েছে। বহির্বিভাগের সেবা আগামীকাল (বৃহস্পতিবার) থেকে জরুরি বিভাগে নেওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

অংকন বনিক:
Related Post