X

একদিনে চুয়াডাঙ্গা জেলায় ১০০% করোনা শনাক্ত হওয়ার রেকর্ড

প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। পূর্বের সকল রেকর্ড ভেঙে গত ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গা জেলায় ১০০% করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ৪১ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনেরই করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০০ শতাংশ। অবশ্য এই ৪১ জনের নমুনা স্থানীয়ভাবে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা করে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। সিভিল সার্জনের কার্যালয় আজ বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় মারা যাওয়া ২ জনের মধ্যে একজন সদর ও অন্যজন জীবননগর উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৯১ জনের (জেলার ৮১ জন ও জেলার বাইরে ১০ জন)। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯ জন। এ নিয়ে জেলায় মোট ২ হাজার ৪৯ জন সুস্থ হয়েছেন। এছাড়া গতকাল বুধবার শনাক্তের হার ছিলো ৯৫ দশমিক ৭৫ শতাংশ। এই হার মঙ্গলবার ছিলো ৬৫ দশমিক ৬০ শতাংশ। বর্তমানে চুয়াডাঙ্গায় করোনা রোগী ৬৯৭ জনের মধ্যে সদর উপজেলার ২৭২ জন, আলমডাঙ্গা উপজেলার ৯৪ জন, দামুড়হুদা উপজেলার ২০৫ জন, জীবননগর উপজেলার ১২৬ জন।

রাকিবুল হাসান শাওন:
Related Post