X

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসকের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ জুন, ২০২১, বৃহস্পতিবার 

গত ২২ জুন, রাত আনুমানিক সাড়ে দশটায় রংপুর মেডিকেল এর প্রাক্তন শিক্ষার্থী ডা. সালেকুজ্জামান সেলিম মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা’জিউন)। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কক্সবাজার মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শোক সংবাদ

প্রয়াত চিকিৎসক ডা. সেলিম ছিলেন রংপুর মেডিকেল কলেজের ১৮ তম ব্যাচের শিক্ষার্থী। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত বন্ধুসুলভ একজন মানুষ ছিলেন। ছাত্রাবস্থায় তিনি ক্রীড়া কর্মকাণ্ডে একজন সাংগঠনিক ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন। বঙ্গবন্ধু মেমোরিয়াল আন্তঃমেডিকেল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির আহবায়ক (১৯৯৭ ও ১৯৯৮) হিসেবেও দ্বায়িত্বরত ছিলেন। সম্প্রতি ইউনিসেফে চাকরির সুবাদে সিলেট থেকে তিনি কক্সবাজারে বদলী হয়ে আসেন। খুব অল্প সময়ের মধ্যে তিনি কক্সবাজারে সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন।

বরিশালের বাসিন্দা ডা. সেলিম বিয়ে করেছিলেন রংপুরের গংগাচড়ার বড়বিল ইউনিয়নের পাকুরিয়া শরীফে। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক মেয়ে (এইচএসসি পরীক্ষার্থী) ও এক ছেলে (৯ বছর) রেখে গিয়েছেন। জানা গেছে, প্র‍য়াত চিকিৎসকের গংগাচড়ার পাকুরিয়া শরীফ শ্বশুর বাড়িতে নামাজে জানাজা শেষে সমাহিত করা হবে।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

Omaima Akter Maria:
Related Post