X

ইউনানী/আয়ুর্বেদিক/হোমিওপ্যাথিক সেবা প্রদানে এলোপ্যাথিক ব্যবস্থাপত্র ব্যবহারে নিষেধাজ্ঞা

প্ল্যাটফর্ম নিউজ, ১১ মার্চ ২০২১, রোজ বৃহস্পতিবার

মেডিকেল অফিসার (ইউনানী/আয়ুর্বেদিক/হোমিওপ্যাথিক) কর্তৃক চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে এলোপ্যাথিক ঔষধ ব্যবস্থাপত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি) এর লাইন ডিরেক্টর ডা. মোঃ আজিজুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক নোটিশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি) অপারেশনাল প্লানের অধীনে নিয়োজিত মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার (ইউনানী/আয়ুর্বেদিক/হোমিওপ্যাথিক চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে এলোপ্যাথিক ঔষধ ব্যবস্থাপত্র ব্যবহার থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে প্রমাণস্বরূপ তথ্য অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি) এর লাইন ডিরেক্টর বরাবর পেশ করতে বলা হয়েছে। পাশাপাশি অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি) এর অপারেশনাল প্ল্যানের অধীনে নিয়োজিত মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার (ইউনানী/আয়ুর্বেদিক/হোমিওপ্যাথিক) চিকিৎসকগণ এবং হারবাল এসিস্টেন্টদের তাদের সংশ্লিষ্ট প্ল্যানের কার্যক্রম ব্যাতীত অন্য কোনো কার্যক্রমে নিয়োজিত না হওয়ার জন্যেও নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি) অপারেশনাল প্লানের অধীনে নিয়োজিত মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার (ইউনানী/আয়ুর্বেদিক/হোমিওপ্যাথিক চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে তাদের বিভাগের ঔষধ নির্ধারিত ব্যবস্থাপত্রে না লিখে এলোপ্যাথিক চিকিৎসার ঔষধ ব্যবস্থাপত্রে লিখে আসছেন। দেশের কয়েকটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধানগণ স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক মহোদয়ের সভাপতিত্বে একটি ভিডিও কনফারেন্সে এই অভিযোগ করেন। তাদের অভিযোগের ভিত্তিতে উক্ত আদেশ জারি করা হয়।

Sarwar Sakib:
Related Post