X

আতঙ্কিত না হয়ে সতর্ক হোন, করোনা ভাইরাসে এক শিশুর মৃত্যু

১৩ এপ্রিল, ২০২০

গত রবিবার রাত ৩ টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মৃত্যু হয় এক শিশুর, বাংলাদেশে এই প্রথম কোনো শিশুর মৃত্যু হয় করোনা ভাইরাসে যার বয়স ১০ বছরের নিচে।

শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেন, চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।

শিশুটির নাম আরিফুল ইসলাম। বয়স ৬ বছর। সে হাইদগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডে ওসমান পাড়ার বাসিন্দা প্রবাসী মো. খলিলুর রহমানের ছেলে।

শিশুটির গত ৭ দিন থেকে জ্বর,সর্দি,কাশি এবং ডায়রিয়া হবার কারণে তার লক্ষণ বিবেচনা করে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়ে থাকে, পরীক্ষার ফলাফল রবিবার পজিটিভ হবার ফলে তাকে রবিবার রাতে ২টা ১০ মিনিটে পটিয়া থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। ভর্তি হবার ২০ মিনিট পরেই অর্থাৎ রাত ৩ টায় শিশুটির মৃত্যু হয়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথের মতে, রবিবার রাতে শিশুটিকে মারা যাবার আগ মূহুর্তে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
তিনি বলেছেন, শিশুটি শারীরিক প্রতিবন্ধী ছিল। তবে তার অন্যকোন রোগের ইতিহাস ছিল কিনা সে সম্পর্কে জানা নেই।

তিনি আরও বলেছেন, শিশুটি কীভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, সে সম্পর্কে হাসপাতালে কোন তথ্য নেই।

চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, নিয়ম অনুযায়ী তার দাফনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

এছাড়াও রবিবার চট্টগ্রামের বিআইটিআইডি তে ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন ৫ জনের শরীরের করোনা শনাক্ত হয়। বর্তমানে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ জন।

নিজস্ব প্রতিবেদক :
মাশতুরা জান্নাত মৃদুলা

Publisher:
Related Post