X

এবার অবরুদ্ধ হলো নেত্রকোনা

প্ল্যাটফর্ম নিউজ

সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

বৈশ্বিক করোনা মহামারী আস্তে আস্তে মারাত্মক রূপ ধারণ করা শুরু করেছে। করোনার ছোঁবলে বাংলাদেশও আক্রান্ত। দেশে আজ পর্যন্ত মোট ৮০৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।

অনেকগুলো জেলা লকডাউনের পর এবার লকডাউন করা হলো নেত্রকোণা জেলাকে। জেলাটিতে করোনাভাইরাসে আক্রান্ত চার রোগী শনাক্ত হওয়ার পর আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুর থেকে পুরো জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

১০ এপ্রিল প্রথম দুই জন ও ১২ এপ্রিল আরও দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর জেলার জনসাধারণকে এ ব্যাপারে সর্বোচ্চ সর্তক করে দেওয়া হয়। অবাধ চলাচল কমাতে এবং করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করে নাগরিক অধিকার নিশ্চিত করতে আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুর থেকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত পুরো জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক মঈন-উল ইসলাম।

আজ সোমবার (১৩ এপ্রিল) জেলা প্রশাসক মঈন-উল ইসলাম জানান, “লকডাউনের সময়ে সবাইকে স্ব স্ব ঘরে অবস্থান করতে হবে। এই সময়ে কেউ জেলায় প্রবেশ কিংবা বাইরে যেতে পারবে না।”

করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে সরকারের গৃহীত নিয়মকানুন মেনে করোনা পরিস্থিতি মোকাবেলারও আহ্বান জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

জামিল সিদ্দিকী: A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.
Related Post