X

আজ বিশ্ব শ্রবণ দিবস

৩ মার্চ বিশ্ব শ্রবণ দিবস। ২০১৬ সালের প্রতিপাদ্য বিষয়ঃ ‘Childhood hearing loss: act now, here is how!” শৈশবের বধিরতা বা শ্রবণশক্তি হ্রাসের অধিকাংশ কারণ প্রতিরোধযোগ্য। সময়মত এবং যথাযথ চিকিৎসা ব্যবস্থা নেয়া হলে বধির শিশুদের জীবনযাত্রায় গুণগত পরিবর্তন সম্ভব। বিশ্ব শ্রবণ দিবস উদযাপনের উদ্দেশ্য জনসচেতনতা সৃষ্টি।

শিশুর বেড়ে উঠার অন্যতম প্রধান উপাদান শুনতে পাওয়া। “শোনা”-শিশুর কথা বলা, সামাজিক যোগাযোগ এবং শিক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম। যে কোন মাত্রার শ্রবণশক্তি হ্রাস বা বধিরতা শিশুর ভাষার বিকাশ, ব্যক্তিগত ও সামাজিক আচরণ, আত্মবিশ্বাস, পড়াশোনায় প্রতিবন্ধকতার সৃষ্টি করে। বধিরতা শুধুমাত্র ব্যক্তিগত জীবন নয় একটি দেশের আর্থ সামাজিক উন্নয়নকে বাঁধাগ্রস্ত করে।

বধিরতার কারণঃ ১ বংশগত
২ প্রসবকালীন জটিলতাঃ কম ওজন, প্রিম্যাচুরিটি, বার্থ এসফ্যাক্সিয়া, নিউনেটাল জন্ডিস।
৩ সংক্রমণঃ মায়ের গর্ভকালীন কিছু সংক্রমণঃ সাইটোমেগালো ভাইরাস, রুবেলা। শিশুর মেনিনজাইটিস, মাম্পস, মিসেলস, মধ্য কর্ণের সংক্রমণ।
৪ উচ্চ শব্দঃ দীর্ঘকাল উচ্চ শব্দ-ক্ষতিকার ভলিউমে হেডসেট, হঠাৎ মাত্রাতিরিক্ত শব্দ-আতশবাজির শব্দ।
৫ কানের জন্য ক্ষতিকর ওষুধের ব্যবহার
৬ কানের অন্যান্য অসুখ

প্রতিরোধের কলাকৌশলঃ ১ টিকাদান কর্মসূচী জোরদার করা
২ শিশুদের শ্রবণ ক্ষমতা স্ক্রিনিং কর্মসূচী
৩ স্বাস্থ্য সেবাদানকারীদের প্রশিক্ষিত করা
৪ হেয়ারিং ডিভাইস এবং থেরাপি সহজলভ্য করা
৫ শব্দদূষণ নিয়ন্ত্রণ, ওটোটক্সিক ওষুধের নিরাপদ ব্যবহার
৬ জনসচেতনতা বৃদ্ধি

বিশ্ব শ্রবণ দিবস ২০১৬ উপলখে আগামী ৪ মার্চ শুক্রবার ENT and Head-Neck Cancer Hospital and Institute, Bangladesh প্রাঙ্গণে বিনামুল্যে নাক-কান-গলা চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হবে। আগ্রহী সকলকে রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

চিকিৎসা ক্যাম্প-এ অংশগ্রহণ করবেনঃ১। প্রফেসর কামরুল হাসান তরফদার, চেয়ারম্যান, নাক-কান-গলা বিভাগ, বিএসএমএমইউ ও সভাপতি, সোসাইটি অফ অটোল্যারিনগলজী এন্ড হেড-নেক সারজন্স অফ বাংলাদেশ।২। প্রফেসর আবুল হাসনাত জোয়ারদার, প্রাক্তন চেয়ারম্যান, নাক-কান-গলা বিভাগ, বিএসএমএমইউ ৩। ডাঃ নাসিমা আকতার, এসোসিয়েট প্রফেসর, নাক-কান-গলা বিভাগ, বিএসএমএমইউ ।
সময়ঃ সকাল ৯ঃ০০ – ১১ঃ৩০রেজিস্ত্রেশনঃ ৩০/=যোগাযোগঃ ই এন টি এন্ড হেড-নেক ক্যান্সার হাসপাতাল, প্লট ১২/এফ, শের-এ-বাংলা নগর, আগারগাও, ঢাকা।ফোনঃ ৫৮১৫১৬৬০, ৫৮১৫১১৫৯, ০১৭৬৩৬৯০৫৭১

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com
Related Post