X

অংশগ্রহণ করুন ভেন্টিলেটর বিষয়ক লাইভ সেশনে

২ এপ্রিল ২০২০: করোনা দুর্যোগে চিকিৎসার অন্যতম অনুষঙ্গ ভেন্টিলেটর। রোগীর শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক না থাকলে কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে তা সচল রাখা হয় যতদিন না তাঁর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়। এদিকে দেশের আইসিইউ গুলোর জনবল করোনা মহামারিতে সংকটাপন্ন হলে (কোয়ারেন্টাইন, করোনা আক্রান্ত ইত্যাদি) হঠাৎ হাল ধরতে হতে পারে।

অনেক ডাক্তার, সদ্য সনদ পেয়েছেন বা ইন্টার্নশিপ করছেন এমন যারা কাজ করতে চান এবং এমন বিপদে সামাল দেয়ার মতো কাজ শিখতে চান, তাদের মানসিক প্রস্তুতি নেয়ার সাথে সাথে একাডেমিক শিক্ষার স্বার্থে প্ল্যাটফর্ম একটি অনলাইন লাইভ সেশনের আয়োজন করেছে। প্ল্যাটফর্ম গ্রূপ থেকে এই সেশনে যুক্ত হওয়া যাবে। এতে কোনো রেজিস্ট্রেশন ফি এর প্রয়োজন নেই।

লাইভ সেশনটি পরিচালনা করবেন:
ডা. এম নুরুল আখতার হাসান, এফসিপিএস
সহযোগী অধ্যাপক, পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট, ঢাকা

সময়: ২ এপ্রিল ২০২০; দুপুর ১২.১৫ মিনিট

ভেন্টিলেটরের বেসিক নিয়ে এই সেশনে আলোচনা হবে। তাই রোগী শিশু বা পরিণত বয়সের হোক না কেন, সবার জন্যেই উপযোগী হবে।

নিজস্ব প্রতিবেদক/ডা. মুরাদ হোসেন মোল্লা

Platform:

View Comments (4)

Related Post