X

রক্তনালী রোগের চিকিৎসা এখন ইব্রাহিম কার্ডিয়াকে

রক্তনালী রোগের চিকিৎসা এখন ইব্রাহিম কার্ডিয়াকে ভাসকুলার বা রক্তনালী রোগের চিকিৎসার সুযোগ এখন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও ইনস্টিটিউটে। গত এপ্রিলের প্রথম সপ্তাহে থেকেই এখানে স্বতন্ত্র ভাসকুলার সার্জারী বিভাগ চালু হয়। বিশিষ্ট ভাসকুলার সার্জন ও মিডিয়া ব্যক্তিত্ব ডাঃ এসএমজি সাকলায়েন রাসেল সহকারী অধ্যাপক ও সহযোগী কনসালটেন্ট হিসেবে যোগদান করেছেন। অন্যান্য সার্জনদের মধ্যে রেজিস্ট্রার ও স্পেশালিস্ট হিসেবে যোগদান করেছেন ডাঃ জুবায়ের আহমেদ, এ্যানেস্থেসিওলজিস্ট ডাঃ জসিম। ভিজিটিং প্রফেসর হিসেবে আছেন যুক্তরাজ্যের বিখ্যাত ভাসকুলার সার্জন ডাঃ মাহবুব কুদ্দুস। ভ্যারিকোস ভেইন বা আঁকাবাঁকা শিরার চিকিৎসায় লেজার থেকে শুরু করে সব ধরনের আধুনিক চিকিৎসা, রক্তনালীর ব্লক চিকিৎসা, রিং পরানো বা পায়ের বাইপাস অপারেশন, রক্তনালীর টিউমার বা হেমানজিওমা অপারেশন, ডায়ালাইসিস এর জন্য ফিস্টুলা তৈরির ও চিকিৎসার সুযোগ থাকছে এ বিভাগে। এছাড়াও রয়েছে ভাসকুলার ডুপ্লেক্স পরীক্ষা, ও হাত ও পায়ের এ্যানজিওগ্রামের সুবিধা। ইতিমধ্যে এখানে অপারেশন শুরু হয়েছে এবং খুব শীঘ্রই এর কলেবর বৃদ্ধি করা হবে। ইব্রাহিম কার্ডিয়াক একটি অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় এর খরচও বেশ কম। ঢাকা শহরের যেকোন ভাল মানের হাসপাতালের চেয়ে এখানে খরচ কম হবে বলে জানা গেছে।

এ বিষয়ে ইব্রাহিম কার্ডিয়াক  হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট এর প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডাঃ এম এ রশিদ জানান,  যারা এখানে যোগদান করেছেন তাঁরা প্রত্যেকেই ভাসকুলার সার্জন হিসেবে অত্যন্ত সফল এবং  এ ধরনের চিকিৎসায় বেশ সুনাম অর্জন করেছেন। বাংলাদেশে সরকারি পর্যায়ে ভাসকুলার রোগীদের চিকিৎসায় সীমিত সংখ্যক সুবিধা থাকলেও বেসরকারি পর্যায়ে এই প্রথম একটি পূর্ণাংগ ভাসকুলার বিভাগ চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

যোবায়ের মোমিন:

View Comments (1)

  • আমি দীর্ঘ দিন থেকে এ রোগে ভুগছি, সম্পুর্ন চিকিতসা কি পেতে পারি এখান থেকে?

Related Post