X

ডা. এম সাইফুদ্দীনের FAQs in Diabetes, Endocrinology and Metabolism এখন অ্যামাজনে

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ জুলাই ২০২১, শুক্রবার 

ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজী বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ জার্নাল অফ এন্ডোক্রাইনোলজী এন্ড মেটাবোলিজম এর সহকারী লেখক ডা. এম সাইফুদ্দীন এর লেখা ও JAYPEE Brothers Medical Publishers কর্তৃক আন্তর্জাতিকভাবে প্রকাশিত বই “FAQs in Diabetes, Endocrinology and Metabolism” এখন থেকে  http://Amazon.com এ পাওয়া যাবে ।

বিশ্বের যে কোন প্রান্ত হতে http://Amazon.com এ অর্ডার দিলেই পাঠকের ঠিকানায় পৌঁছে যাবে বই। বইটির দাম পড়বে 28.08 USD এর সাথে শিপিং চার্জ প্রযোজ্য। এছাড়াও বইটি ইউরোপ- আমেরিকাসহ JAYPEE Brothers Medical Publishers এর সব আউটলেটে পাওয়া যাবে।

বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থীরা বইটি পাবে তিনভাগের একভাগ দামে মাত্র ৮০০ টাকায়। বইটি পাওয়া যাবে নিউমার্কেট (পরশ পাবলিশার্স), নীলক্ষেত (সোনিয়া মেডিকেল বুক হাঊজ, আলতাফ মেডিকেল বুক সেন্টার), আজিজ সুপার মার্কেট, শাহবাগ (হক মেডিকেল বুক হাউজে)।আন্তর্জাতিক মানসম্পন্ন জেপি প্রকাশনী থেকে বের হওয়া FAQs in Diabetes, Endocrinology and Metabolism বইটিতে ডায়াবেটিস, হরমোনজনিত রোগ ইত্যাদি বিষয় নিয়ে চিকিৎসকদের জন্য (জেনারেল প্র‍্যাকটিশনার) সহজ ভাষায় বিস্তারিতভাবে লেখা হয়েছে।

Silvia Mim:
Related Post