X

UNICEF এবং NIPSOM এর প্রজেক্টে Field Trainer হিসেবে চাকুরীর সুযোগ

UNICEF এবং NIPSOM এর মধ্যে স্বাক্ষরিত এক MoU অনুসারে সারা বাংলাদেশের বিভিন্ন রিমোট জেলাতে Nutrition সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ৭-৮ মাস ব্যাপী একটি প্রজেক্ট শুরু হবে। এই প্রজেক্টে Field Trainer পদের জন্য কিছু সংখ্যক ডাক্তার (সরকারি চাকরিতে নেই এমন ডাক্তার) প্রয়োজন। মূলত Root level Field worker দের ট্রেইনিং দিতে হবে।

ডিউটি টাইম: মূলত অফিস আওয়ার, কদাচিত বেশি হতে পারে। তবে কাজটি ফুলটাইম অর্থাৎ ট্রেইনারকে তার নির্ধারিত জেলাতে থাকতে হবে, অবশ্য weekend এ অন্য কোথাও যেতে পারবেন।

বেতন-ভাতা আকর্ষণীয় (সব মিলিয়ে মাসিক প্রায় এক লাখ টাকার কাছাকাছি)।

আগ্রহীদেরকে এক কপি সিভি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিপসম, মহাখালী এর Dept. of Public Health & Hospital Administration এর অফিসে অফিস সেক্রেটারী শাহীনের কাছে জমা দিতে অনুরোধ করা হচ্ছে।

জমা দেবার শেষ তারিখ ৮ জুন, ২০১৫।

যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন,
শাহীন, মোবাইল নাম্বার: 01612196306

পরিমার্জনা: বনফুল

Banaful:
Related Post