X

যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রী অর্জনে আগ্রহী চিকিৎসকদের জন্য ভার্চুয়াল সেশনের আয়োজন

প্ল্যাটফর্ম নিউজ, ২৫শে জানুয়ারি ২০২১, সোমবার 

যুক্তরাষ্ট্রে মেডিসিন বা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রী নিতে আগ্রহী থাকে অনেক চিকিৎসক। কিন্তু অনেক সময়ই যথাযথ গাইডলাইনের অভাবে অনেকেই বুঝতে পারেন না এমবিবিএস বা এমডি ডিগ্রীর পর যুক্তরাষ্ট্রে কিভাবে রিসার্চ বা ফান্ডিং বা অন্যান্য সুযোগ কাজে লাগবেন।

তাই এবারে “প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি”, “ইএমকে সেন্টের”, “এডুকেশনস ইউএসএ”, “এডু ইউএসএ বাংলাদেশ” এর আয়োজনে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মেডিসিন বা উচ্চতর ডিগ্রী অর্জনে গাইডলাইন বিষয়ক ভার্চুয়াল সেশন।

সেশনে উপস্থিত থাকবেনঃ

1. Nabila Noor, MD
Division of female pelvic medicine and reconstructive surgery. Department of Obstetrics and Gynecology Lehigh Valliey Network, USA.

2. Dr. Md. Mohibur Hossain Nirob
Resident, Department of Oncology, Bangladesh Sheikh Mujib Medical University. Founder, Platform (A Voluntary Physician Network).

3. Dr. Rifat Ara Adity
Mph, M.Sc, Physiology and Medicine, Northern Arizona University, USA. Former Medical Officer, Dhaka medical College and Hospital.

4. Nusrat Feroz Aman
President, American Alumni Association, Chief Patron, AYAT Education.

ভার্চুয়াল এই সেশনে অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করুনঃ https://forms.gle/9uXSShwH2Cta6KKa9

রেজিস্ট্রেশনের সময়সীমাঃ সকাল ১০ টা, ৩১ জানুয়ারি ২০২১।

Silvia Mim:
Related Post